পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ মরণ-সঙ্গীত ডাক্তার লু চীনামানস্থলভ একঘেয়ে থপথপ শব্দে পদবিক্ষেপ করিতেছিল। সে ধরা পড়িতে পড়িতে বাচিয়া গিয়াছিল, তথাপি তাহার ব্যস্ততার কোন চিহ্ন লক্ষিত হইল না ; তাহার মুখেরও বিন্দুমাত্র ভাবাস্তর হইল না ! কিন্তু তাহার আডড হইতে পলায়ন কালে ক্রোধে ও মনস্তাপে তাহার হৃদয় দগ্ধ হইতেছিল । তাহার প্রচণ্ড আত্মসম্মানে আঘাত লাগিয়াছিল। সে নিরাপদ স্থানে উপস্থিত হইয়৷ কিঞ্চিৎ আশ্বস্ত হইল, এবং বুক ফুলাইয়া নিৰ্ভয়ে ধীরে-সুস্থে চলিতে লাগিল । তাহার আশঙ্কার কারণ ছিল না ; ককেশিয় জাতি চীনাম্যানদের মুখ দেখিয় তাহাদের মুখের পার্থক্য নির্ণয় করিতে পারে না। তাহাদের মনে হয় সকল চীনাম্যানেরই মুখ এক রকম ; যেন মটরের দুইটি দানা ! ডাক্তার লু ধীরে ধীরে একটি অট্টালিকায় প্রবেশ করিল। সেই অট্টালিকার দ্বার রুদ্ধ ছিল ; সে তাহাতে টােকা দিয়া সঙ্কেত জানাইলে দ্বারটি উদঘাটিত হইয়াছিল। সে নি:শব্দ-পদসঞ্চারে একটি কক্ষে উপস্থিত হইল। সেই কক্ষে তাহারই ন্যায় আকারের পাচ ছয়জন চীনাম্যান বসিয়া কি পরামর্শ করিতেছিল। ডাক্তার লু সেই কক্ষে প্রবেশ করিলে তাহারা একবারও মুখ তুলিয়া তাহার মুখের দিকে