পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার فناوری পারিলাম আমার বাৰ্দ্ধক্যে তুমি আমাকে মুখে রাখিতে পরিবে । তুমি অন্য চেষ্টা না করিয়া হপ-সিং দলের কয়েকজন বলবান লোককে আমার গৃহের পাহারায় নিযুক্ত করিবে ; তাহারা অন্য লোককে আমার বাড়ীতে প্রবেশ করিতে দিবে না । তাহার পর তুমি সতর্কভাবে ভবিষ্যতের অনিশ্চিত ঘটনার প্রতীক্ষা করিবে ; কিন্তু আপাততঃ তুমি শ্বেতাঙ্গ পুলিশ ইনস্পেক্টরের নিকট একটি সংবাদ লইয়া যাও। সে আমাদের ও আমাদের দলের হিতৈষী সুহৃদ ।” অতঃপর হো-লি আহারে বসিলে তাহার পুত্র হো-টিং হু-উও নামক একজন চীনাম্যানকে বাহিরে রাখিয়া তাহার সম্মুখে আসিয়া বলিল, “পিতা, একটা হারামজাদা পাজি লোক বাহিরে আসিয়াছে ; এই ব্যক্তি হো-মিং দলের বিশিষ্ট কৰ্ম্মী। সে উপদেশ গ্রহণের অভিপ্রায়ে সেলামী দেওয়ার অঙ্গীকার করিয়া আপনার নিকট কয়েকটি কথা বলিতে আসিয়াছে ; কিন্তু আমার ইহা বড়ই বিস্ময়ের বিষয় বলিয়া মনে হইতেছে ; কারণ এই ব্যক্তি অত্যন্ত মন্দ লোক। সে বয়োবৃদ্ধ ভদ্রলোকদের সম্মান করিতে জানে না ; যাহারা ভক্তিভাজন, র্তাহাদিগকেও ভক্তি করে না । এইজন্য আমার ধারণা, আপনার অনিষ্ট সাধনই উহার গোপনীয় উদ্দেশ্য ।” হো-লি আহারে বিরত হইয়া বলিল, “বংস হো-টিং, তোমার পিতৃভক্তি প্রশংসনীয় ; তুমি আমার স্বনাম বজায় রাখিতে পারিবে । তোমার সতর্কতার পরিচয় পাইয়া আমি আনন্দিত হইয়াছি। যাহা হউক, তুমি সেই বদমায়েসটাকে আমার সম্মুখে উপস্থিত কর । তুমি এখানে ফিরিরা আসিয়া পর্দার আড়ালে লুকাইয়া থাকিবে । হয় ত সে কোন সদুদেখেই আমার সঙ্গে দেখা করিতে আসিয়াছে। তাহার কথা শুনিলেই তাহার মনের ভাব বুঝিতে পারিব।”