পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«η ο পীতাতঙ্কের প্রতিকার দুঃশীলা ও দুব্বিনীতা পত্নী আপনার অর্থরাশি লইয়া জুয়া থেলিয়া তাহা নষ্ট করিয়া আসে—তাহা হইলে আপনি তাহার সম্বন্ধে কিরূপ ব্যবস্থা করিবেন ?” হো-লি ক্ষণকাল চিস্তা করিয়া গম্ভীর ভাবে বলিল, “মনে হয় হু-উও, তুমি আমাকে অতি কঠিন প্রশ্ন করিয়াছ ! এরূপ জটিল প্রশ্নের উত্তর দেওয়া যথেষ্ট বিবেচনা-সাপেক্ষ ; কিন্তু প্রথমে আমি জানিতে চাই—তুমি তোমার স্ত্রীর ব্যবহার সম্বন্ধে আমার নিকট উপদেশ লইতে আসিয়াছ কি? আর তুমি তোমার স্ত্রীকে যে টাকা দিয়াছিলে, তাহা কি সে নষ্ট করিয়াছে ?” হু-উও বলিল, “আপনার কি ধারণ আমি এত-বড় নির্বোধ যে, সেই বুদ্ধিহীন অর্থলোভী স্ত্রীলোকের হাতে টাকা দিব ?” হো-লি বলিল, “তাহা হইলে এ সম্বন্ধে কৰ্ত্তব্য স্থির করা তেমন কঠিন হষ্টবে না। যদি তুমি তাহাকে স্বেচ্ছায় টাকা না দিয়া থাক, তাহা হইলে টাকাগুলি সে তোমার বাক্স হইতে চুরি করিয়াছে। এই অপকৰ্ম্মের জন্য তাহাকে প্রহার করিয়া বুঝাইয়া দেওয়া উচিত, সে । তোমার টাকা চুরি করিয়া অত্যন্ত গৰ্হিত কায করিয়াছে। , তাহার পর সে জুয়া থেলিয়া যে দুষ্কৰ্ম্ম করিয়াছে—সেজন্য তাঁহাকে শাস্তিদান •করা কৰ্ত্তব্য ; সুতরাং তাহাকে পুনৰ্ব্বার প্রহার করিতে হইবে । তাহার পর সে জুয়া থেলিয়া টাকা গুলি নষ্ট করিয়া আসিয়াছে— তাহার এই বুদ্ধিহীনতার জন্য তাহাকে পুনর্বার আরও এক দফা প্রহার করিতে" হইবে। তাহার পর তুমিই যে, বাড়ীর কৰ্ত্ত, তোমার বিনামুমতিতে তাহার কোন বণ্য করা উচিত নয়— ইহা বুঝাইবার জন্য তাহাকে পুনঃ পুনঃ প্রহার না করিলে তাহার কৰ্ত্তব্য-জ্ঞান প্রখর হুইবে না ; সুতরাং তোমারও কৰ্ত্তব্য অসম্পন্ন থাকিবে । স্ত্রীর প্রতি এইরূপ