পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ፃ » ব্যবহারই চীনদেশের সনাতন রীতি, এবং প্রাচীন শাস্ত্রকারগণের অমুমোদিত নীতি।” হু-উও খুসী হইয়া বলিল, “আপনার উপদেশ লাভ করিয়া চরিতার্থ হইলাম ; এখন এই অকিঞ্চনকে বিদায় গ্রহণ করিতে অমুমতি করুন বিজ্ঞবর ” হো-লি বলিল, “এই অমুমতি গ্রহণের পূৰ্ব্বে আমার উপদেশের জন্য দক্ষিণ দিতে হইবে এ কথা কি বিস্মৃ ত হইয়াতু, হু-উও ? আমার উপদেশ লইতে হইলে যথাযোগ্য দক্ষিণ দিতে হয় । আমি বিনামূল্যে কাহাকেও উপদেশ খয়রাং করি না।” হু-উও তাহার কথা শুনিয়া বলিল, “হঁ। প্রভু, আপনি যে আদেশ করিলেন তাহা সঙ্গত বটে।” –সে পকেট হইতে কয়েকপানি ব্যাঙ্কনোট বাহির করিল ; তাহ দেখিয়া হো-লি সেগুলি তাহার সম্মুখস্থ টেবিল রাখিতে আদেশ করিল । সেই সময় সে হু-উওর দক্ষিণ হস্ত পাতলা রবারের দস্তান দ্বারা আবৃত দেখিল । ব্যাঙ্ক-নোটগুলি হো-লির সম্মুখস্থ টেবিলে রাখিতে আদেশ করায় হু-উও বলিল, “বিজ্ঞবরের এই আদেশ কি সঙ্গত হইল ? আপনি নোটগুলি স্বহস্তে গণিয়া লইবেন না ? যদি আপনাকে ঠকাইয়া যাই, তাহা হইলে আপনি ক্ষতিগ্রস্ত হইবেন—এ কথা কি আপনি চিন্তা করেন নাই ?” , হোলি বলিল, “আমার বিশ্বাস, তুমি আমাকে ঠকাইবে না ; আমাকে ঠকাইবার ইচ্ছা থাকিলে তুমি ও কথা বলিতে না। এখন আমি একটি কথা জানিতে চাই –তুমি ঐ অদ্ভুতাকার জিনিসটি দিয়া তোমার হাতখানি আবৃত করিয়াছ কেন ?” • স্থ-উও বলিল, “মহাজ্ঞানী হো-লি, আমার করতলে ক্ষত হওয়ায়