পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ዓትö হু-উও বলিল, “ন, উহা লইব না ; ফেরত লওয়া অন্যায় হুইবে । অামার অর্থের অভাব নাই ; এ অবস্থায় আমি আপনার প্রাপ্য দর্শনী না দিয়া কেন উপদেশ লইব ? আপনি নোটগুলি গণিয়া লউন । আপনি প্রাচীন হইয়াছেন, তাহার উপর আপনার বৃহৎ সংসার ; আপনার অর্থের প্রয়োজন আছে । আজ আপনার অর্থাভাব না হইতে পারে ; কিন্তু ভবিষ্যতে সঞ্চিত অর্থের প্রয়োজন হইবে।” হো-লি বলিল, “তুমি সঙ্গত কথাই বলিয়াছ ; তোমার এই যুক্তিপূর্ণ উক্তির জন্য আমি তোমার প্রদত্ত দক্ষিণা প্রত্যাখ্যান না করিয়া উহা গ্রহণ করিব, এবং বিনা-দক্ষিণায় তোমার ভবিষ্যৎ ভাগ্যফল গণিয়া বলিয়া দিব ; সে জন্য তোমাকে আর কিছুই দিতে হুইবে না । সুতরাং এই টাকাগুলি দেওয়ায় তোমার যে ক্ষতি হইল, সহজেই সেই ক্ষতির পূরণ হইবে ; তোমাকে ঠকিতে হইবে না । ” হু-উও বলিল, “বিজ্ঞবর, আপনি অতি সঙ্গত কথাই বলিয়াছেন । আমার অদৃষ্টে ভবিষ্যতে কি ঘটিবে তাহ জানিবার জন্য আমারও আগ্রহ আছে ; আপনি দয়া করিয়া তাহা গণিয়া বলুন ।” মে মহাজ্ঞানী হো-লির সম্মুখে বসিয়া পড়িল । হো-লি চক্ষু মুদিযা ক্ষণকাল চিস্ত করিয়া বলিল, “তোমার ভাগ্যফল অত্যন্ত মন্দ দেখিতেছি ! তোমার আকস্মিক মৃত্যু অপরিহার্য্য ।” হু-উও ক্ষুব্ধ স্বরে বলিল, “মহাজ্ঞানী ভবিষ্যং-ভ্রষ্টা, আমার ভাগ্যফল سعیت শুনিয়া অত্যন্ত দুঃখিত হইলাম ; কিন্তু আর কত দিন পরে আমাকে—” হো-লি তাহাকে কথা শেষ করিতে না দিয়া মাথা নাড়িয়া বলিল, “ই, অপরিহার্ষ্য এবং সম্পূর্ণ আকস্মিক ; তোমার আয়ু শেষ হইয়াছে ”—হো-লি তাহার পুত্র হো-টিংকে ইঙ্গিত করিল। মুহূৰ্ত্ত মধ্যে "ইপ-লিং দলের দুইজন কৰ্ম্মী পর্দার আড়াল হইতে হু-উওর উপর লাফাইয়া