পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ8 পীতাতঙ্কের প্রতিকার পড়িয়া তাহাকে ধরাশায়ী করিলে হো-টিং তীক্ষুধার ছোরার সাহায্যে তাহার পিতার অমোঘ ভবিষ্ণুং-বাণী সফল করিল ! ছো-লি বলিল, “এই বিশ্বাসঘাতককে শীঘ্র স্থানান্তরিত কর । উহার প্রদত্ত নোটগুলি স্পশ করি ও না ; কারণ উহা স্পর্শ করিলে আকস্মিক মৃত্যু অনিবাৰ্য্য। ডাক্তার লু-প্রদত্ত ঐ নোটগুলি বাহির করিবার সময় এই শয়তান তাহ খোলা হাতে স্পর্শ করে নাই, হাতে দস্তান ব্যবহার করিয়াছিল ; কিন্তু উহার অন্য হাতে দস্তান ছিল না । আমি বিভীষিকাবাদ দমনের পক্ষপাতী বলিয়াই বিপ্লবীদের দলপতি লু কৌশলে আমাকে হত্যা করিবার জন্ত মিথ্যা ছলে উহাকে এখানে পাঠাইয়াছিল। কিন্তু আমি ভবিষ্যৎদশী ; লুর এই গুপ্তচর সম্বন্ধে আমার ভবিষ্যদ্বাণী বিফল হয় নাই । বিপ্লবীরা আমাকে হত্যা করিবার উদ্দেশ্যে এই শয়তানকে আমার কাছে পাঠাইয়াছি, কিন্তু তাহদের সঙ্কল্প ব্যর্থ হইল *