পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ট তরঙ্গ ইয়ার্ডে গুপ্ত রহস্য ইনস্পেক্টর ওয়াকার কয়েদী পলকে সঙ্গে লইয়া গারদে প্রবেশ করিলে গারদের সার্জেণ্ট-প্রহরী তীক্ষ্ণদৃষ্টিতে তাহাদিগকে লক্ষ্য করিতে লাগিল ৷ পলের অবস্থা তখন শোচনীয় ; সে এক্সপ অব সন্ন হইয়াছিল যে, ওয়াকার তাহকে টানিয়া লইয়া না যাইলে সে হয় ত মাটীতে লুটাইয়া পড়িত। প্রাচীর-বেষ্টিত যে বারান্দা দিয় তাহাকে লইয়। যাওয়া হইল, তাহা আলোকোদ্ভাসিত । তিনজন পুলিশ কৰ্ম্মচারী সেখানে পাহারায় ছিল । ওয়াকার সতর্কতা অবলম্বনের ক্রট করে নাই । যে কক্ষে পলকে আবদ্ধ করা হইল, সেই কক্ষে আলো ছিল না । পুৰ্ব্বে তাহ গুদাম-ঘর রূপে ব্যবহৃত হইত ; কিন্তু সেই কক্ষটি ওয়াকারের আফিস-কক্ষের পাশ্বে অবস্থিত বলিয়৷ ইয়াকার তাহ। পলের বাসের জ্য নির্দিষ্ট করিয়াছিল । সেই কক্ষের একটি মাত্র দ্বার । জানালাগুলি লোহার স্কুল গরাদে দ্বার স্বরক্ষিত ; এজন্য কোন কয়েদী কোনও উপায়ে সেই কক্ষ হইতে পলায়ন করিবে তাহার উপায় ছিল না। সশস্ত্র প্রহরীত্রয় স্বদূঢ় দ্বাহের ও জানালার বাহিরে সতর্কভাবে পাহারায় নিযুক্ত । ওয়াকার পলকে কয়েদীদের ব্যবহৃত একখানি কম্বল দিয়া বলিল, “তোমার দেহে পুরু পরিচ্ছদ না থাকিলেও এই কম্বলে তোমার শীত গ্নিবারণ হইবে । কাল তোমাকে যথাযোগ্য পরিচ্ছদ দেওয়া হইবে।”