পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার 어 সঙ্গে সঙ্গে সক্রোধ গর্জন ! ইনস্পেক্টর ওয়াকার একটি বিজলি-বাতি লইয়া মুহূৰ্ত্ত মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হইল । সেই বাতির আলোক চতুদিকে বিক্ষিপ্ত হইতেই সেই আলোকে সকলে দেখিল কেরানী-কন্‌ষ্ট্রেবল জোন্স পলের গারদ-ঘরের সম্মুখে দণ্ডায়মান ! তাহার হাতে হাতকড়ি, এবং দেহ হইতে পরিচ্ছদ অপসারিত । ওয়াকার তাহাকে দূরে টানিয়া লইয়া গেল । তাহার পর অন্যান্য প্রহরী অচেতন সার্জেণ্ট হলের পরিচর্য্যা দ্বারা তাহার মুর্ছ ভঙ্গ করিল। সার্জেণ্ট হল চেতনালাভ করিয়া ভগ্নস্বরে বলিল, “কে আমার মাথায় আঘাত করিয়া আমাকে অচেতন করিয়াছিল ? সে কি জোন্স ?” ওয়াকার বলিল, “হা, জোন্স । সে এই আফিসের কেরানী পুলিশকন্‌ষ্টেবল রবার্ট জোন্স । এ বিষয়ে সনোহের অবকাশ নাই।”— ওয়াকার পকেট হইতে একটি চাবি বাহির করিয়া বলিল, “দ্বার খুলিয়া ওয়েবারকে বাহিরে আসতে দাও। আশা করি এক রাত্রেই সে কারাবাগের স্বথ বুঝিতে পারিয়াছে।” ঘুে কৰ্ম্মচারীকে চাবি দেওয়া হইল, সে দুই মিনিট পরে কারাপ্রকোষ্ঠেঞ্জ বাহিরে আসিয়া সভয়ে বলিল, “এ কি অদ্ভুত ব্যাপার ! আসল কয়েদীর সন্ধান নাই ! সে কোথায় ?—আমি সেই রুসিয়ানটার কথা বলিতেছি । আপনি কি বলিতে চাহেন ওয়েবারই তাহার পরিবর্তে সারারাত্রি কারাপ্রকোষ্ঠে কষ্ট ভোগ করিয়াছেন ?” ওয়াকার বলিল, “এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই, বরং এইরূপই হইবে বলিয়। মনে হইয়াছিল । রুসিয়ান কয়েদীটা কোথায় আছে জান ? আমার কামরায় । সেই কামরার দরজার হাতলের সঙ্গে -তাহার হাতের হাতকড়ি এভাবে আঁটিয়া দেওয়া হইয়াছিল যে, হাড়