পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার q。 এখানে কায়েমী ভাবে পাহারায় রাখিয়া গিয়াছিলে ; কিন্তু তোমার সেই ফনিদ খাটে নাই ।” ওয়াকার গম্ভীর হইয়া বলিল,“তা না থাটিতে পারে, কিন্তু তোমাকে ত ধরা দিতে হইয়াছিল। এখন আমরা তোমাকে ধরিয়াই রাখিব, আর আমি বোকা বনিতেছি না । আমরা হয় ত তোমাকে ফঁাসিতে লটকাইতে পারিব না ; কিন্তু চির জীবনের জন্য নিৰ্ব্বাসন দণ্ড হইতে তোমার মুক্তি নাই – এখন তোমার সকল কথা খুলিয়া বলিবে ?” জোন্স হাসিয়া বলিল, * সেজন্য চেষ্টা করি ও না । আমাকে ভাল করিয়া জানিবার সুযোগ পাইলে তুমি আমাকে ঐরকম অনুরোধ করিতে না । হারি ডিভট কখনও ভাঙ্গে না। আমি জানি তুমি আমার বিরুদ্ধে কিছুই সপ্রমাণ করিতে পারিবে না।” ওয়াকার বলিল, “যদি তুমি কোন সংবাদ জানিতে চাও তাহ। হইলে তোমাকে আর একটি কথাও বলিব না। ডিভট, তুমি স্বচতুর অভিনেতা । ডি ডি তোমাকে ঠিক ধরিতে না পারিলেও তোমাকে সন্দেহ করিয়াছিলেন। সেই সে স্তয় যখন তোমাকে দেখিতে পাই, তখনই আমার মনে হইয়াছিল—তিনি তোমাকে মুঠায় পুরিবার অ ভ্যাগ করিয়াছিলেন । সেই সময় তিনি তোমাকে ধরিবার চেষ্টা করিলে তুমি সরিয়া পড়িতে। কোন জেল-খালাসী আসামী যদি পুলিশ ধোগদান করে, তাহা হইলে তাহার কোন অপরাধ হয় এরূপ আমার ধারণা নাই। যাহা হউক, এখন অবস্থা অন্তরূপ দাড়াইয়াছে । যখন তুমি ওয়েবারকে ঐ শিশিটি দিয়াছিলে তখনই তুমি বে-দস্তুর কাজ করিয়াছিলে । তথাপি যদি এখনও তোমার কোন গুপ্তকথা বলিবার ইচ্ছা এাকে তাহা হইলে আমি তাহার একটা ব্যবস্থা করিতে পারি। তুমি