পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4» о পীতাতঙ্কের প্রতিকার কথা কহিতে অসম্মত কেন ? কোন শ্বেতাঙ্গ একদল পীতাঙ্গের দলে ভিড়িবে—ইহা কদাচ বাঞ্ছনীয় নহে ।” ডিভট শুষ্ক হাসি হাসিল, তাহার পর বলিল, “ওয়াকার, আমাকে আর কোন কথা বলিও না । তুমি কিছুই জান না, কেবল সন্দেহ মাত্র তোমার সম্বল ; তুমি কিছুই সপ্রমাণ করিতে পারিবে না। তুমি কোন বিষয় জানিতে পারিবে না ।” ওয়াকার বলিল, “বটে ? কিন্তু পলের মুখ হইতে আমি সকল কথ। বাহির করিয়া লইতে পারিব । সে বুঝিয়াছে সে যদি কোন কথা প্রকাশ না করে তা হা হইলে তাহার ফাসি হইবে।” ডিভট মুখ বিকৃত করিয়া বলিল, “বেশ, তাহারই সাহায্য লইও ।” ওয়াকার বলিল, “সার্জেণ্ট, ইহাকে গারদে আবদ্ধ কর । চারিজন প্রহরীকে ডাকিয়া এক একজনকে গারদের দ্বারের এক এক পাশে মোতায়ন কর ; অন্য দুইজন বারান্দায় পাহারা দিবে। কয়েকটা বিজলিবাতি আনিতে পাঠাও।” অনস্তর সে ওয়েবারকে বলিল, “চল, এখন আমাদের পোষা এনাকিষ্টের কাছে যাই, তুমি পোষাক পরিয়া লও।” সে পকেট হইতে_চাব্লি-ব্রাহিঙ্গ-কুরিয়l_সেই কামরার দরজা বন্ধ করিবার চেষ্টা করিল, কিন্তু রুসিয়ানটার দেহের চাপে-দরঙ্গ-বন্ধ হইল না ; পলের হাত দরজার হাতলের—সহিত হাতকড়ি দিয়া আবদ্ধ ছিল, এবং তাহার দেহ ঘরের মেঝের উপর ঝুলিয়া পড়িয়াছিল। তাহার হাত দুইখানি দরজার হাতলে আবদ্ধ না থাকিলে তাহাকে চৌকাঠের পাশে লুটাইয়া পড়িতে হইত। - ভয়াকার বালল,"এ যে মারা গিয়াছে।” –সে ডাক্তার ডাকিল। ওয়েবার শীতে কঁাপিতে:কাপিতে পরিচ্ছন্ন পরিধান করিল ; সেই