পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার b"> কক্ষের অগ্নিকুণ্ডের অগ্নি নির্বাপিত হওয়ায় শীতের প্রকোপ অসহ হই উঠিয়াছিল। ওয়াকার বলিল, “লোকটা মরিল কিরূপে ? আমরা যখন উহাকে এখানে রাখিয়া গিয়াছিলাম, সেই সময় সে জীবিত ছিল ।” এই সময় ডাক্তার সেখানে উপস্থিত হওয়ায় আর কোন কথা হইল না। ডাক্তারটি দীর্ঘকায়, কুশ, প্রাচীন ব্যক্তি ; তাহারমুদীর্ঘ কৰ্ম্মজীবনে এরূপ দৃশ্ব তিনি বহুবার দেখিয়াছিলেন । ডাক্তার রুসিয়ান পলের মৃতদেহ পরীক্ষা করিয়া বলিলেন, “প্রায় দুই ঘণ্টা পূর্বে ইহার মৃত্যু হইয়াছে। স্বাভাবিক মৃত্যু বলিয়াই মনে হইতেছে ; কিন্তু শব-ব্যবচ্ছেদের পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণিত হইবে।” ডাক্তার উঠিয়া গমনোন্মুখ হইলেন। ওয়াকার ঘড়ি খুলিয়া বলিল, “আপনি বলিলেন, দুই ঘণ্টা পূৰ্ব্বে ইহার মৃত্যু হইয়াছে ?” ডাক্তার বলিলেন, “হা, rর্বর্ণই আমার ধারণ –কেহ ইহাকে আক্রমণ করিয়া হত্যা করিয়াছিল বলিয়। মনে হয় না ; মৃতদেহ পরীক্ষা করিয়া সেরূপ কোন প্রমাণ পাইলাম না । এই কয়েদী দুই ঘণ্টা পুৰ্ব্বে জীবিত ছিল, এ বিষয়ে আমি নিঃসন্দেহ ।” ওয়াকার বলিল, “আপনার আহমান সত্য হইলে বুঝিতে হইবে রাত্রি একটার সময় উহার মৃত্যু হইয়াছিল। ইহা কতদূর সম্ভব, তাহাই ভাহিতেছি ।” প্রত্যুষে ওয়াকারের আফিস-কামরায় পরামর্শ-সভা বসিল । সেই সভায় অনেকে উপস্থিত ছিলেন । জোন্স অর্থাৎ ডিভটও সেই স্থানে • নীত হইয়াছিল । ওয়াকার তাহাকে লক্ষ্য করিয়া বলিল, “ডিভট, পলর হত্যার জন্য তুমিই দায়ী। আমি তাহাকে যখন আমার ঘরে و \