পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bアベ পীতাতঙ্কের প্রতিকার লইয়া যাই, সেই সময় তুমি স্থতীব্র বিষ প্রয়োগ করাতেই তাহার মৃত্যু হইয়াছিল। তুমি এই অভিযোগ অস্বীকার করিতে পারিবে না।” ডিভট মাথ। নাড়িয়া বলিল, “আমি এই অভিযোগ স্বীকার করি না, অস্বীকারও করি না। আসল কথা এই যে, তুমি পলের মৃত্যুর কারণ । স্থির করিতে না পারায় হতবুদ্ধি হইয়া তাহার মৃত্যুর জন্য আমাকে দায়ী করিবার চেষ্টা করিতেছ। তোমার স্মরণ থাকিতে পারে—তুমি তাহাকে তোমার ঘরে লইয়া গিয়া কয়েকজন সাক্ষীর সম্মুখে গুতার চোটে তাহার তাড় গুড়া করিয়tiছলে! পলের হৃদযন্ত্র দুৰ্ব্বল ছিল, সেই গুতা সে সহ করিতে পারে নাই।” ওয়াকার এই অভিযোগের কোন উত্তর না দিয়া প্রহরীকে বলিল, “এই খুনী আসামীটাকে লইয়। গিয়া গারদে পুরিয়া রাখ।” ডি ডি ডেক্সের মাথায় বসিয়া সহযোগীগণের তর্কবিতর্ক শুনিতেছিলেন ; তিনি বলিলেন, “আমরা ভয়ঙ্কর অসুবিধায় পড়িয়াছি ; কিন্তু তাহা নিবারণের কোন উপায় দেখিতোৰ ন। আমবা বিপ্লববাদীদের দলের দুইজন পরিচালককে গ্রেপ্তার করিয়াছি ; তথাপি প্রথমে ষে অন্ধকারে ছিলাম, এখনও সেই অন্ধকারেই ঘুরিয়া মরিতেছি – ওয়াকার, জোন্সকে ভট বলিয়া কোন সময় তোমার সন্দেহ হইয়াছিল ?” . . . ওয়াকার বলিল, “উহার ডান কানের পাত কাট। দেখিয়াই আমার মনে সন্দেহের উদ্রেক হইয়াছিল। প্রথমে ত উহা আমার নজরে পড়ে নাই; কিন্তু পরে দেখিতে পাইয়াছিলাম। তাহার পর আপনি মহাফেজথানায় দলিল ফেরত দিলে নীচের অফিসে অগ্নিকাণ্ড হুইল ; তখন আমি এবিষয়ে নিঃসন্দেহ হইলাম। অনেক চিস্তার পর আমি ওয়েবারকে পলের স্থলাভিসিক্ত করিবার ব্যবস্থা করি। আমার এই কৌশল ব্যর্থ