পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার Եթ3 হয় নাই । আমরা জোঙ্গকে ঠিক সময়ে ধরিয়া ফেলিয়াছিলাম। সেই সময় আমরা চারিজন উপস্থিত ছিলাম ; স্বতরাং আমাদের সাক্ষীর অভাব নাই । সে ওয়েবারকে যাহা দিয়াছিল তাহা হাইড্রোসিয়ানিক এসিড-ইহা যখন জানিতে পারিলাম, তখন আমার ক্ষোভের সীমা রহিল না। আমি পূৰ্ব্বে কোনরূপ রহস্যজনক বিষেরই আশা করিয়া ছিলাম * - 挚 ওয়াটারসন বলিলেন,"বহুৎ আচ্ছ ওয়াকার । তুমি এইরূপ উৎসাহের সঙ্গে কাজ করিলে তোমাকে আর অধিক দিন সুপারিনটেনডেন্টের পদে বঞ্চিত থাকিতে হইবে না ; কিন্তু তোমার এইরূপ চেষ্টা যত্ব সত্ত্বেও আমরা কতটুকু অগ্রসর হইয়াছি ? আমরা দুই একদিন পূর্বে সবুজ ত্রিভুজ-নামক বিপ্লবী-সম্প্রদায় সম্বন্ধে যাহা জানিতে পারিয়াছিলাম, এখন কি তাঁহা অপেক্ষ অধিক কিছু জানিতে পারিয়াছি ?” ডি ডি বলিলেন, “আমরা এইটুকু জানিতে পারিয়াছি যে, এই বিপ্লবপন্থীদলের পরিচালকগণ ীিনাম্যান ; উহা চীনাম্যানদেরই একটি গুপ্ত সমিতি । কিন্তু আমরা তাহাদিগকে কঠোর আঘাত করিয়াছি । ওয়াকার একটি পীতাঙ্গ বন্ধুর সাহায্যে কতকগুলি প্রয়োজনীয় সংবাদ সংগ্ৰহ করিয়াছেন। উহার সেই বন্ধুটির নাম হো-লি । সে বিপ্লবীদের শত্রু ; ভবিষ্যদ্বক্ত। বলিয় তাহার খ্যাতি আছে । ওয়াকার হে-লির নিকট কৃতজ্ঞ । তাহার নিকট নানা প্রকার গুপ্ত সংবাদ পাইবার আশা আছে । আমার বিশ্বাস, এখন আমাদের চেষ্ট ক্রমশঃ সফল হইবে।” । 劇 সভা ভঙ্গ করিয়া তাহারা নীচে চলিলেন। বারান্দায় তখন দশ বার জন সশস্ত্র প্রহরী পাহারা দিতেছিল । ওয়াকার দ্বার রুদ্ধ করিয়া সেই স্থানে বসিয়া পড়িল । তাহার পর বলিল, “আমি ভয়ঙ্কর পরিশ্রাস্ত