পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s পীতাতঙ্কের প্রতিকারلہb হইয়াছি।”—সে জ্যাকেট খুলিয়া-রাখিয়া একখানি জীর্ণ কোচে দেহভার প্রসারিত করিল। ডি ডি বলিলেন, “আমি এখন পেণ্টনভিলের কারাগারে যাইব । সেখানে ডিভটকে পাঠাইবার প্রয়োজন হইবে । এ রকম কাযে টেলিফোন ব্যবহার করা উচিত নয় । টেলিফোনে কথা বলিলে কে কোথায় লুকাইয়া থাকিয়া শুনিয়া লইবে তাহ বুঝিবার উপায় নাই ।” ওয়াকার বলিল, “সে কথা সত্য । আপনি দুইজন প্রহরী সঙ্গে লইয়া যাইবেন, তাহারা চীনাম্যানদের গতিবিধি লক্ষ্য করিবে । হঠাৎ বিপদ ঘটিবার সম্ভাবনা আছে ।”—নিদ্র ঘোরে তাহার চক্ষু আচ্ছন্ন হইয়াছিল। সে তৎক্ষণাৎ ঘুমাইয় পড়িল । ডি ডি নীচে আসিয়া তিনজন ডিটেক্টিভের সঙ্গে একখানি মোটরকাবে উঠিলেন, এবং তাহার দ্বার জানালা বন্ধ করিয়া গন্তব্য পথে যাত্রা কয়িলেন । * ডি ডি তাহার সঙ্গী ডিটেক্টিভদেরYলিলেন, “তোমরা চারি দিকে নজর রাখিবে। যদি কোন দিকে কোন চীনা ম্যান দেখিতে পাও তাহ। হইলে তৎক্ষণাৎ তাহার অনুসরণ করিবে । আমরা অত্যস্ত কঠিন কাৰ্য্যের ভার লইয়াছি ; এজন্য আমাদিগকে সৰ্ব্বদা সতর্ক থাকিতে হইবে।” ওয়াকার অত্যন্ত পরিশ্রান্ত হওয়ায় গভীর নিদ্রায় অভিভূত হুইল বারান্দায় প্রহরীদের মৃদু পদশকে তাহার নিদ্রার ব্যাঘাত হইল না রাত্রি দুইটার সময় টেলিফোনের ঝনঝনিতে তাহার নিদ্রাভঙ্গ হইল সে তৎক্ষণাৎ রিসিভার তুলিয়া লইয়া সাড়া দিল, “হাল্লো !” উত্তর হইল, “আমি সার্জেণ্ট ফ্লোলিওটু কথা বলিতেছি। পুলিশের রেজিষ্ট্রী-নম্বরবিশিষ্ট একখান সেলুন কারে ভীষণ দুর্ঘটনা ঘটিয়াছে।