পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার వె> আমার পরিবর্ভে তাহাকে ছাড়িয়া দিতে অনুরোধ করিয়া পুলিশের নিকট পত্র না দিই, তাহ হইলে যতক্ষণ আমি সেরূপ্ত পত্র না লিখিব ততক্ষণ তোমরা আমাকে পীড়ন করিবে । তোমর। আশা করিয়াই আমাকে ভয় দেখাইলেই আমি তোমাদের এই হীন ও অপমানজনক প্রস্তাবে সম্মত হইব ; কিন্তু জানিয়া রাখ তোমাদের এই আশী পুর্ণ হইবে না । তোমাদের কৃতকাৰ্য্য হইবার সম্ভাবনা নাই । আমি স্বীকার করি আমাকে হত্য করা তোমাদের পক্ষে কঠিন হইবে না ; কিন্তু আমাকে হত্যা করিয়া তোমাদের লাভ হইবে না । তবে এ কথা ত্য যে, আমার মৃত্যু হইলে একটি লোকের কিঞ্চিৎ অর্থলাভ হইবে। সে আমার তালক । আমি তাহারই অনুকূলে জীবন বীম। করিয়াছি।” ডাক্তার লু বলিল, “আমাদের কোন লাভ হইবে কি না তীৰ্ণ পরে দেখা যাইবে । পুলিশের কৰ্ত্তারা আমাদের দলের লোকদের ছাড়িয়া দিতে বাধ্য হইবেই।” . عدم ডাক্তার লু কাহার সিগারেটের ধূম-কুণ্ডলীর দিকে চাহিয়া বলিতে লাগিল, “তোমার অদৃষ্ট ! আমরা তোমাদের বিরুদ্ধে যে যুদ্ধ আরম্ভ, করিয়াছি, তাহা এখন পর্য্যস্ত পুলিশের সহিত বিরোধেই সীমাবন্ধ রহিয়াছে । আমার দুইজন বিশ্বাসী ও কার্যদক্ষ সহকৰ্ম্মী পুলিশের হাতে ধরা পড়িয়াছে, তন্মধ্যে একজন আত্মহত্যা করিয়াছে।” । পল আত্মহত্যা করিয়াছিল, এ সংবাদ ওয়াকারের নিকট নূতন । ডাক্তার লু বলিল, “তোমাদের শক্তি সামথ্যের পরিমাণ আমরা শীঘ্রই জানিতে পারিব । তোমাদের এই ইতর ও নাবালক জাতির মধ্যে এ রকম লোক একটিও নাই, যে বুদ্ধির খেলায় আমাকে পরাস্তুকরিতে পারে । আমি পুলিশের সঙ্গে বুঝ{-পড়া শেষ করিয়া একট। তোলিকা প্রস্তুত করিব ; সেই তালিকা অনুসারে হত্যাকাণ্ডের ব্যবস্থা