পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার సారి করিল। ওয়াকার ক্ষুধাৰ্ত্ত হইয়াছিল ; সে তাহ দ্বারা ক্ষুৎপিপাসা নিবারণ করিল। সে কোয়ান-হির সহিত আলাপ করিবার জন্য আগ্রহ প্রকাশ করিল না ; কারণ কোয়ান-হির সহিত আলাপ করিয়া কোন লাভ আছে বলিয় তাহার মনে হইল না । কোয়ান-হি কৌতুহলভরে ওয়াকারের মুখের দিকে চাহিয়া রহিল । কোয়ান-হি ওয়াকারের অঙ্গ প্রত্যঙ্গ লম্য করিয়া বুঝিতে পারিল ইনস্পেক্টর ওয়াকার দুর্বল নহে, এবং তাহাকে আক্রমণ করিলে সে সহজে তাহার হস্তে আত্মসমপণ করিবে না । কোয়ান-হি কি ভাবিল বলা যায় না ; কিন্তু সে একাকী ওয়াকারকে আক্রমণ করিল না । ওয়াকারের পানাহার শেষ হইলে সে চায়ের খালি পেয়ালা, ডিস এবং আলো লইয়৷ সেই কক্ষ ত্যাগ করিল । সে দ্বার রুদ্ধ করিয়া প্রস্থান করিলে ওয়াঙ্কার একাকী সেই অন্ধকারাচ্ছন্ন কক্ষে শৃঙ্খলাবদ্ধ ভাবে পড়িয়া রহিগ, এবং কয়েক মিনিটের মধ্যেই গাঢ় নিদ্রায় অভিভূত হইল ।