পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম তরঙ্গ হো-লির দাম্পত্য প্রেম ডি ডি দুশ্চিস্তায় ম্ৰিয়মান। তিনি দুই ঘণ্টা পূৰ্ব্বে পেণ্টনভিলের কারাগার হইতে প্রত্যাগমন করিয়াছিলেন । তিনি আফিসে ফিরিয়াই ওয়াকারকে ডাকিয়া পাঠাইয়াছিলেন ; কিন্তু ওয়াকারের সন্ধান পাইলেন ন। তাহার টুপি ও কোট পর্যন্ত অফিসে নাই শুনিয়া পিয়ারসনের দুশ্চিস্ত বৰ্দ্ধিত হইল । তিনি আরও এক ঘণ্টা ওয়াকারের প্রতীক্ষায় বসিয়া-বসিয়া সিগারেট টানিতে লাগিলেন এবং এই ভাবে এক বাক্স সিগারেট ভস্মীভূত করিয়। নীচে চলিলেন। ওয়াকার কোথায় অদৃশ্য হইল তাহা তিনি বুঝিতে পাfরলেন না । অন্য সময় ওয়াকারকে খুজিয়া না পাইলে তিনি চিন্তিত হইতেন না ; কারণ ইনস্পেক্টর অনেক সময় নিজের খেয়ালে চলিত, সকল কাষ সময়মত করিত না ;. কোন কোন দিন আফিসের সময়েও আফিস কামাই করিয়া বাহিরে ঘুরিত । কোন কোন দিন অফিসে অাসিত না । ডি ডি তাহার ক্রটি প্রদর্শন করিলে সে হাসিয়া বলিল, “নিয়ম ভাঙ্গিবার জন্যই ত নিয়ম গড়া হইয়াছে।” কিন্তু সবুজ ত্রিভুজ নামক বিপ্লবী সম্প্রদায়ের গতিবিধি লক্ষ্য করিবার জন্য তাহার প্রতি ভার প্রদত্ত হইলে সে যেরূপ দক্ষতার সহিত কৰ্ত্তব্যপালন করিতেছিল, তাহার পরিচয় পাইয়া উপরওয়ালার তাহার প্রতি প্রসন্ন ছিলেন ; সে নিয়মিত ভাবে অফিসে না আসিলেও তাহাকে)