পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏜᏬ পীতাতঙ্কের প্রতিকার পিয়ারসন অপেক্ষা করিতে লাগিলেন । ক্ষুধা হওয়ায় তিনি একটা ভোজনাগারে গিয়া কিঞ্চিং আগর করিলেন এবং দুই গ্ন্যাস বিয়ার গলায় ঢালিয়া শুষ্ক কণ্ঠ সরস করিলেন । পানাহার শেষ করিয়৷ তিনি অফিসে ফিরিলেন, কিন্তু ওয়াকার তখনও অফিসে অনুপস্থিত । তিনি আর অধিক কাল সেখানে তাহার প্রতীক্ষা করা সঙ্গত মনে করিলেন না । + হেন্‌ডন পল্লীর একটি ক্ষুদ্র জীর্ণ অট্টালিকা ওয়াকারের বাসগৃহ । সেই বাড়ীতে টেলিফোন না থাকিলেও ডি ডি জানিতেন ওয়াকারের গৃহকত্রী সে সময় বাড়ীতেই থাকে। ডি ডি প্রথমে মাসর্ণলের সহিত সাক্ষাৎ করিয়া ওয়াকারের সন্ধান লইবার সঙ্কল্প করিলেন । তিনি মনে করিলেন, মাসর্ণল যদি ওয়াকারকে চলিয়া যাইতে দেখিয়া থাকে— তাহা হইলে সেই সময় সে তাহাকে কোন কথা জিজ্ঞাসা করে নাই কি ? সে সম্ভবতঃ ওয়াকারের গতিবিধির সন্ধান জানে । এইরূপ স্থির করিয়া তিনি বসে উঠিলেন ; তিনি হীথমুর রোডে আসিয়া ব’স হইতে নামিলেন । সেই স্থান হইতে মাসর্ণলের বাসার দূরত্ব অধিক নহে । মাসর্ণল দীর্ঘদেহ বলবান যুবক, তাহার কৃষ্ণবর্ণ কেশরাশি কুঞ্চিত । তাহার কণ্ঠস্বরের টান শুনিয়া বুঝিতে পারা যাইত, সে ইংলণ্ডের উত্তরাঞ্চলের অধিবাসী । ওয়াকার যখন আফিস ত্যাগ করে—তখন সে অফিসে ছিল, এবং তাহাকে বাহিরে যাইতে দেখিয়াছিল। ডি ডির প্রশ্নে মাসর্ণল বলিল, “ইন্‌স্পেক্টর এরূপ ব্যস্ত ভাবে বাহিরে ছুটিলেন যে, স্থির হইয়া দাড়াইয়া ওভারকোটটা গায়ে দিতেও তাহার বিলম্ব সহিল না! তিনি তাহা পরিতে পরিতে চলিলেন। তখন আমি কায শেষ করিয়। উঠিবার আয়োজন করিতেছিলাম।”