পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার సె8 ডি ডি মাসর্ণলকে আর কোন কথা না বলিয়া ভূগর্ভস্থ রেলপথে হেন্‌ডন কেন্দ্রে উপস্থিত হইলেন এবং সেখানে বসে উঠিয়া জেনারেল ওমনিবস-গ্যারেঞ্জে অবতরণ করিলেন । ওয়াকার সেন্ট-মেরী চর্চের অদূরে বাস করিত ; ডি ডি কয়েক মিনিটের মধ্যে তাহার বাসায় আসিয়া বৈঠকখানায় প্রবেশ করিলেন । ওয়াকারের গৃহকত্রী মিসেস কেট্‌স তখন সেখানে উপস্থিত ছিল ; স্ত্রীলে কার্ট শ্রেীড়া হইলেs তখনও তাহার দেহে যেীবদের লাবণ্যের অভাব হয় নাই। মুখখানি প্রসন্ন, এবং দৃষ্টিতে সহৃদয়ত পরিস্ফুট । মিসেস কেট্‌স ডি ডির প্রশ্নের উত্তরে বলিল, “না মহাশয়, মিঃ ওয়াকার এখনও বাসায় ফিরিয়া আসেন নাই । কিন্তু তাহার অনুপস্থিতিতে আমার দুশ্চিন্তার কারণ নাই । তিনি নিয়ম বাধিয়া কোন কায করেন না ; তাহার সময় ঔ্যসময় জ্ঞান নাই । এক এক দিন তাহার খাবার ঠাণ্ড হইয়া যায়, তাহা অখাদ্য হইয়া পড়ে—কিন্তু তখনও তাহার দেখা পাওয়া যায় না ! সময়ে আহারের কথা তাহার স্মরণ থাকে না, অথচ কি যে এত কায, খাইবারও সময় হয় না—ইহা বুঝিতে পারি না।” छि 向 বলিলেন, “হা, ঐ রকমই তাহার অভ্যাস । কোথায় গিয়াছে তাহ জানিতে না পারায় এখানে সন্ধান লইতে আসিয়াছি।” মিসেস কেট্‌স ডি ডিকে এক পেয়াল চায়ের দ্বারা সম্বৰ্দ্ধনা করিবার জন্য র্তাহাকে একটু বসিতে অনুরোধ করিল ; কিন্তু ডি ডি শিষ্টাচার * সহকারে তাহার প্রস্তাব প্রত্যাখ্যান করিলেন ।—তিনি আফিসে ফিরিয়া ওয়াকারের সাক্ষাৎ পাইবেন—এই আশায় ওয়াকারের বাসা . হইতে তাড়াতাড়ি আফিসে প্রত্যাগমন করিলেন ; কিন্তু ওয়াকার তখনও অফিসে অকুপস্থিত ।