পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$७ পুরুঞ্জিটিক। দেব না। (কিংকাল স্তজ থাকিয়া) সে বা ছো, ধখন সেকশরগt আপনার সঙ্গে বন্ধুতার প্রস্তাব করে পাঠাচ্চেন, তখন আপনি কেন র্তার সঙ্গে শত্রুত কত্ত্বে প্রবৃত্ত হচ্চেন ? পরের জন্য কেন "জাপনি ধন, প্রাণ, রাজ্য, সকলি খোয়াতে যাচ্চেন ? আর যার জন্য আপনি এ সমস্ত কচ্চেন, সেও দেখুন, আপনাকে প্রতারণা কচ্চে। সেকম্বর সাতে আপনার শত্রু নয়, পুরুরাজই আপনার শত্রু ; দেখুন সে রাজকুমারী ঐলবিলার হৃদয় দুর্গ অধিকার করে আপনাকে তার ভিতরে প্রবেশ কত্ত্বে দিচ্চে না। অতএব সেকনার সার সহিত যুদ্ধ না করে, আপনার পথের কণ্টক যে পুরুরাজ, তাকেই আপনি আগে অন্তরিত করুন। সেকদর সার সঙ্গে যুদ্ধ করে দেখুন, আপনি কোন গৌরব লাভ কন্তে পারবেন না। যদি যুদ্ধে জয় হয়, তা হলে লোকে বলবে পুরুরাজের বাহুবলেই জয় লাভ হয়েছে। আর আপনি কি এ মনে করেন যে, পৃষ্ঠী বিজয়ী মহাবীর সেকনার সার সহিত সংগ্রামে, সেই হীনবল ক্ষুদ্র পুরু জয় লাভ করতে পারবে ? দেখে নেবে পৃথিবীর অন্যান্য রাজা যেরূপ তার বহুবলে পরাস্ত হয়েছে, পুরুও সেইরূপ অবশেষে পরাভূত হবে। সেকন্দর সা আপনাকে দাসত্ব শৃঙ্খলে বদ্ধ কত্তে চাচ্চেন না, তিনি আপনাকে বন্ধু বলে আলিঙ্গন করতে ইচ্ছাকুরচেন। তিনি আপনাকে সিংহাসন হতে বিচ্যুত কত্তে চাচ্চেন না, বরং যে সকল রাজ কুমারগণ র্তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেচেন, তাহাদিগকে সিংহাসনচ্যুত করে সেই সকল সিংহাসন তিনি আপনাকে প্রদান করতে