পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক | న আমরা তাকে কি এর সমুচিত শাস্তি দেব না ? এখন বুঝি দৈব তার প্রতি বিমুগ্ধ হয়েছেন, তাই তিনি আমাদের সঙ্গে সন্ধি করবার জন্য ব্যস্ত হয়েছেন। তক্ষশীল । ও কথা বলবেন না মহারাজ। যে, দৈব তার প্রতি কুল হয়েছেন। দেবতাদের কৃপা তাকে সৰ্ব্বদাই রক্ষা কচ্চে। যে মহাবীর স্বীয় বাহুবলে এত দেশ বশীভূত করেছেন, তাকে কি সামান্য শক্ৰ বিবেচনা করে অবজ্ঞা করা আমাদের ন্যায় ক্ষুদ্র রাজার কৰ্ত্তব্য কৰ্ম্ম ? পুক। অবজ্ঞা করা দুরে থাক, আমি তার সাহসকে ধন্ত বলুচি। কিন্তু আমার এই ইচ্ছ, যেমন আমি তার সাহসকে ধন্যবাদ না দিয়ে, ' থাকৃতে পাল্লেম না, তেমনি আমিও রণস্থলে তার মুখ থেকে আমার সম্বন্ধে এইরূপ ধন্যবাদ বার করব। লোকে সেকন্দর সাকে স্বর্গে তুলেছে, আমার ইচ্ছা যে আমি তাকে সেই উচ্চ স্থান হতে নীচে অবতরণ করাব । সেকন্দর সা মনে কচ্চেন যে, যখন তিনি পারস্তের রাজা দারায়ুসকে অনায়াসে পরাভূত করেছেন, তখন আর কি? তখন তো তিনি পুৰ্ব্বাঞ্চলের আর সমস্ত রাজাকে মেযেব হায় বশীভূত করতে পারবেন। কিন্তু কি ভ্ৰম! বীরপ্রস্থ ভারতভূমিকে এখনও তিনি চেনেন নি । তক্ষশীল। বরং বলুন, আমরা এখনও সেকন্দর সাকে চিনিতে পারি নি। শক্রকে এইরূপ অবজ্ঞা করেই দারায়ুদ রাজা বিপদে পড়েছিলেন। আকাশে বজ্র গৃঢ় ভাবে ছিল। দারায়ুস রাজা সেকন্দর সাকে নিতান্ত