পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

फूडीश ठान्न । 8& হও সবে একপ্রাণ, মাতৃভূমি কর ত্রাণ, শক্রদলে করহ নিঃশেষ। বিলম্ব না সহে আর, উলঙ্গিয়ে তলবার, জ্বলন্ত অনল সম চল সবে রণে । বিজয় নিশান দেখ উড়িছে গগনে ॥ যবনের রক্তে ধরা হোক প্লবমান, যবনের রক্তে নদী হোকৃ বহমান, যবন-শোণিত-বৃষ্টি করুক বিমান, ভারতের ক্ষেত্র তাহে হোকৃ ফলবান । সৈন্তগণ। (উৎসাহের সহিত। ) যবনের রক্তে ধরা হোকু প্লবমান, যবনের রক্তে নদী হোকৃ বহমান, যবন-শোণিত-বৃষ্টি করুকৃ বিমান, ভারতের ক্ষেত্র তাহে হোক ফলবান। পুরা --- এত স্পৰ্দ্ধা যবনের, স্বাধীনতা ভারতের, অনায়াসে করিবে হরণ ?