পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ꮼ পুরু-বিক্রম নাটক । তারা কি করেছে মনে, সমস্ত ভারতভূমে, পুরুষ নাহিক একজন ? “বীর-যোনি এই ভূমি, যত বীরের জননী,” না জানে এ কথা তারা অবোধ যবন । দাও শিক্ষা সমুচিত, দেখুক্ বিক্রম ॥ ক্ষত্রিয় বিক্রমে আজ কাপুকৃ মেদিনী, জুলুক্‌ ক্ষত্রিয় তেজ দীপ্ত দিনমণি, ক্ষত্রিয়ের অসি হোক্ জ্বলন্ত অশনি, চৌদ্দ লোক কেঁপে যা শুনি সেই ধ্বনি। সৈন্তাপ। (উৎসাহের সহিত । ) ক্ষত্রিয় বিক্রমে আজ কাপুক মেদিনী, জুলু ক্ষত্রিয় তেজ দীপ্ত দিনমণি, ক্ষত্রিয়ের অসি হোক্ জ্বলন্ত অশনি, চৌদ্দ লোক কেঁপে যাক শুনি সেই ধ্বনি। سسس- ۱ ۶۴ পিতৃ পিতামহ সবে, ছাড়ি দুঃখময় ভবে, গিয়াছেন চলি যারা পুণ্য দিব্যধাম ।