পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b- পুরু-বিক্রম নাটক । যবন নিধন কিম্বা মরণ শরণ, শরীর পতন কিম্বা বিজয় সাধন। (অকস্মাৎ বাতার আবির্ভাব। ) পুরু। ও: –কি ভয়ানক বড়। আকাশ ঘোর অন্ধকারে আচ্ছন্ন হ’য়ে গেছে, কাহাকেই যে আর দেখা যাচ্চে না। একজন গুপ্তচরের প্রবেশ । গুপ্তচর। (ত্রস্তভাবে ) মহারাজের জয় হউক । পুরু। (গুপ্তচরের প্রতি । ) কি সংবাদ বল দেখি ? যবনগণ কি বিতস্তা নদী পার হতে পেরেছে ? - গুপ্তচর। মহারাজ ! এই কয় দিন হতে শক্ৰগণ নদী পার হতে চেষ্টা কচ্চে ; কিন্তু কিছুতেই পেরে ওঠে নি। কাল সেকন্যবসার দুইজন সাহসী সেনাপতি কতকগুলি বাছা বাছ সৈন্য নিয়ে সাতার দিয়ে নদীর একটা দ্বীপে উঠেছিল। সেখানে আমাদের দুই চারি জন সেনা মাত্র ছিল, তারা সকলেই পরাভূত হয়, এমন সময় আমাদের আর কতকগুলি সৈন্য সাতার দিয়ে সেখানে গিয়ে পড়াতে, যবনসৈন্যগণ নদীতে কাপ দিয়ে পড়ল ; তাদের মধ্যে কেহ কেহ ডুবে গেল, কেহ কেহ স্রোতে যে কোথায় ভেসে গেল, তা কেহই দেখতে পেলে না। এইরূপে সেকন্দরস বলে যতদূর হয়, তা চেষ্টা কত্ত্বে ক্রটি করেন নি। শেষকালে আর কিছুতেই না পেরে, আজ তিনি শৃগালের ধূৰ্ত্ততা অবলম্বন করেছেন।