পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । Q & দ্বিতীয় গর্ভাঙ্ক। ートニズイ*ー一つ তক্ষণীলের শিবির মধ্যস্থিত একটা গৃহ। ঐ লবিলার প্রবেশ । ঐ লবিলা । ( ব্যগ্রভাবে ই স্তত পরিভ্রমণ করত স্বগত) সেই কাপুরুষ তক্ষশীল আমাকে দেখছি এখানে বন্দী করেছে। তার প্রহরিগণ আমাকে শিবির হতে নির্গত হতে দিচ্চে না । কেন আমি মৰ্বতে এখানে এসেছিলেম ? কেন আমি তখন পুরুরাজের কথা শুনা লেম না ? হায়! আমি এই যুদ্ধের সময় আমার সৈন্যগণের মধ্যে থাকতে পাল্লেম না ? যুদ্ধে না জানি কার জয় হল ? পুরুরাজকে আমি বলেছিলেম যে, আমি শীঘ্রই তার শিবিরে গিয়ে তার সঙ্গে মিলিত হব।—না জানি তিনি কি মনে কচ্চেন,—না জানি তিনি এখন কোথায় আছেন । হয় তো রণক্ষেত্রেই প্রাণ বিসর্জন করেছেন। হায়! এখন কি করব, এই পিঞ্জর থেকে এখন আমি কি করে বেরুই, কে এখন আমাকে উদ্ধার করে ? আমি যে পত্ৰখানি লিখে রেখেছি, তাই বা এখন কার হাত দিয়ে পুকুরাজের নিকট পাঠাই ? কিছুই তো ভেবে পাচ্চিনে।