পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ পুরু-বিক্রম নাটক । ভূত হলেন, দেশ দাসত্বশৃঙ্খলে বদ্ধ হল। পুরুরাজ একাকী সহায়বিহীন হয়ে কতকাল অসংখ্য যবন সৈন্যগণের সঙ্গে যুদ্ধ কত্তে পারেন ? তক্ষশীল। রাজকুমারি ! আমি তো তার হিতের জন্যই বলেছিলেম যে, সেকন্দ্ররসার সঙ্গে যুদ্ধ করে কাজ নেই, তা তিনি শুনলেন না তো, আমি কি করব ? • ঐলবিলা। যদি তিনি কাপুরুষ হতেন, তা হলে আপনার কথা শুনতেন। যদিও আমাদের প্রাণ যায়, রাজ্য যায়, তাতেই বা কি ? আমাদের হাতে তো ক্ষত্র-কুল-গৌরব কলঙ্কিত হয়নি। তক্ষশীল। রাজকুমারি । আপনার রাজ্য কেন যাবে ? সেকপ্রস স্কেপ লোক নন। স্ত্রীলোকের সম্মান কিরূপে রাখতে হয়, তা তিনি বেশ জানেন, আর আমি যখন আপনার সহায় আছি, তখন কার সাধ্য আপনার সিংহাসন স্পশ করে। ঐলবিলা। আপনার মুখে আর পৌরুষের কথা শোভা পায় না। সেকন্দরস কি ইচ্ছা কচ্চেন যে, তিনি আমার সিংহাসন কেড়ে নিয়ে আবার তিনি সেই সিংহাসন আমাকে দান করবেন ? আমি তেমন কুলে জন্মগ্রহণ করি নি যে, শক্ৰহস্ত হতে কোন দান গ্রহণ করব ? এইরূপ দান ক’রে তিনি কি মনে কচ্চেন তার বড়ই গৌরব বৃদ্ধি হবে ? দানে গৌরব বৃদ্ধি হয বটে, কিন্তু এ কি সেইরূপ দান ? আমার সিংহাসন আমার কাছ থেকে অপহরণ ক’রে কি না তাই আবার তিনি আমাকে দান করবেন ? তক্ষশীল। রাজকুমারি! আপনি সেকন্দরসাকে জানেন না।