পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । ७१ গৌরবে উৎফুল হয়ে, আমাকে এই কথা বলেন যে, “তুমি যাও, শীঘ্র রাজকুমারী অম্বালিকাকে এই শুভ সংবাদটা দিয়ে এস। আমি তৃপা তাকে দর্শন ক'রে আমার নযন সার্থক করব।” তিনি এখানে এলেন ব’লে, আর বিলম্ব নেই। ভগ্নি ! তোমার প্রেমে আমি কিছুমাত্র বাধা দেব না, কিন্তু আমি ও যাতে বাজ কুমার্বী ঐলবিলাব প্রেম লাভ কৰ্বে পাবি, তার জন্য তোমাকে ও চেষ্টা কন্তে হবে। তাম্বালিকা ৷ মহাবাজ । বিজধা সেকন্দবস। যদি আমাদেব সহায় থাকেন, তা হলে আল ভাবনা কি ? অবলা বৰ্মণী আর কত দিন আপনাব হৃদয়-কপাট বদ্ধ করে বাস্থতে পারে ? তক্ষশীল। এই দে সেকন্দবস এইপানেই আসছেন । সেক দরগা, এফেষ্টিসন ও রক্ষকগণের প্রবেশ । সেকন্দবস। একটা জনবব উঠেছে যে, পুরুবাজ মবেছেন । গষ্টধন ! তুমি শীঘ্ৰ জেনে এস দেখি, এ কথা সত্য কি না ? যদি :েচ থাকেন, তা হলে তাকে এপানে নিয়ে এল। দেখ যেন উন্মত্ত্ব সৈন্যগণ কিছুতেই ঠার প্রাণ বিনষ্ট না করে । ওরূপ বাবপুরুষকে আমি কখনই হনন কবতে ইচ্ছা কবি নে । এদে ষ্টিয়ন । মহারাজের আজ্ঞা শিরোধার্ঘ্য । ( এফেষ্টিসন ও বক্ষকগণের প্রস্থান । ) তক্ষশীল । (স্বগত ) ভগবান কবেন, সেন এই জনববটী সত্য