পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 পুরু-বিক্রম নাটক । নার অত্যন্ত অম্বুরাগ। আমাদের দেশের এক জন প্রসিদ্ধ কবি ভারতভূমির জয় কীৰ্ত্তন করে যে একটা নূতন গান রচনা করেছেন, সেই গানটা আপনাকে শোনাতে ইচ্ছা করি। শুনছি, আপনি নাকি এখনি যবনদিগের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবেন মাতৃ-ভূমির জয়-কীৰ্ত্তন শ্রবণ করে যদি আপনি যাত্রা কবেন, তা হলে আপনার যাত্রা শুভ হবে। যাতে যবনগণের উপর জয় লাভ হয়, এই আমার একমাত্র ইচ্ছ, আমি অন্য কোন পুরস্কার লাভের ইচ্ছা করি না। ঐলবিলা। (স্বগত) আমি একে একজন সামান্ত ভিখারিণী বলে মনে করেছিলেম ; কিন্তু এর কি উচ্চভাব ! স্বদেশের প্রতি এর কি নি:স্বাৰ্থ অস্বাগ! (প্রকাতে গাও দেখি--তোমার গানটা শুনতে আমার বড়ই ইচ্ছা হচ্চে। গায়িক । (উৎসাহের সহিত।—) রাগিণী খাম্বাজ—তাল আড়াঠেকা । মিলে সবে ভারত-সন্তান, একতান মন প্রাণ, গাও ভারতের যশোগান । ভারত-ভূমির তুল্য আছে কোন স্থান, কোন অদ্রি হিমাদ্রি সমান ? ফলবতী বসুমতী স্রোতস্বতী পুণ্যবতী, শতখনি, রত্বের নিদান ।