পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । ぬ○ দদি তার কাছে যেতে পারি, তাহলে আমি যে কি পর্যন্ত সুখী হই, তা বলতে পারিনে ; কিন্তু সে বৃথা আশ,—আমি এখন তক্ষশীলেব বনি । দেকন্দব। রাজকুমারি! আপনাব মুথ আবার স্নান হ’ল কেন ? আপনি কি আমার কথায় বিশ্বাস যাচ্চেন না ? সৈন্যগণকে আমি বিশেষ ক'রে আদেশ ক’রে দিয়েছি যে, কেহই যেন তার প্রাণ বিনষ্ট না করে । আপনি শীঘ্রই তাকে এখানে দেখতে পাবেন। ঐলবিলা । তার শত্রু হ’য়ে আপনি এরূপ আদেশ করেছেন ? সকদবসাব অন্তঃকরণ কি এতই দযালু ? সেকন্দব । তিনি আমার সহিত যেরূপ ব্যবহাব করেছেন, অন্তে 'লে ঠাব অহঙ্কাবের সমুচিত শাস্তি দিত ; কিন্তু আমি তাকে কিছুই স্ব না। বাজ তক্ষশালের হস্তে আমি তাকে সমর্পণ কবব, তিনি কিপ ইচ্চা করবেন, তাই হবে। পুরুবাজের জীবন মৃত্যু সকলি tাজ তক্ষশীলের উপর নির্ভর কচ্চে । রাজ তক্ষশীলকে প্রসন্ন 'বে, পুরুবাজের প্রাণ রক্ষা করুন। ঐ লবিলা। কি বলেন ? বাজ তক্ষশালের উপর তব জীবন নির্ভব ক চ ? সেই কাপুরুষ, বিশ্বাসঘাতক, স্বদেশদ্রোহী পাপমেব হ , তিনি জীবন লাভ কববেন ? তার এমন জীবনে কাজ নই। বিক্‌ সে জীবনে ; ববং আমি তার মৃত্যু সহস্ৰ বার সহ্য বিপ,--তবু এরূপ নাচ, জঘন্য মূল্যে তার জীবন ক্রয় কত্তে আমি বখনই সম্মত হব না। তার সঙ্গে ইহ জীবনে যদি আর না দেখা