পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o পুরোহিত-দর্পণ । • ১ম খণ্ড । والاج হরিদ্রাচুর্ণদ্বারা পীত, তণ্ডুলচুর্ণদ্বারা শ্বেত, কুসুম্ভচুর্ণদ্বারা লোহিত, শস্তহীন ধান্য দগ্ধ করিয়া তন্দ্বারা কৃষ্ণ এবং বিবাদি পত্র হইতে সবুজ রঙ্গ প্রস্তুত করিতে হয়। ইহাকে পঞ্চবর্ণগুড়িকা বলে। ষোড়শদান। , ভূম্যাসনং জলং বক্সং প্রদীপান্নমতঃপরম্। তামুলচ্ছত্রগন্ধাশ্চ মাল্যং ফলমতঃপরম্ । শয্যা চ পাদুকা গবঃ কাঞ্চনং রজতং তথা ॥ ভূমি, আসন, জল ( জলপূর্ণ ঘড়া বা ঘটা), বস্ত্র, দ্বীপ (পিলস্থজ ), অন্ন ( থালে করিয়া আতপতঙুল ও মিষ্টান্নাদি উপকরণ), তাম্বুল (বাটা বা অন্য কোন তৈজসাধারে তামুল দিবে ), ছত্র, গন্ধ (পিত্তল পাত্রে করিয়া দিতে হয় ), মাল্য ( মাল্যদানের জন্য বাটী দিতে হয় ), ফল ( নারিকেল, একখানা থালে দিতে হয় ), শয্যা, পাদুকা, ধেমু ( বা তন্মুল্য ৩ কাহন বা ১ কাহন কড়ি ) স্বর্ণ ও রৌপ্য—এই ষোড়শদামের দ্রব্য । ! छलिं★लीन میکند ভূম্যাসনং জলং চান্নং বস্ত্রং তামুলকং ফলম্। গন্ধশছত্ৰং পাদুকা চ শয্যা শৃঙ্গী চ দ্বাদশ ॥ ভূমি, আসন, জল, অন্ন, বস্ত্র, তাম্বুল, ফল, গন্ধ, ছত্র, পাদুকা, শষ্যা ও পৃঙ্গী (কড়ি এক কাহন ), ইহা ব্রতপ্রতিষ্ঠাতে উৎসর্গ করিতে হয় । যজ্ঞসূত্র বা পৈতা । কাপাসসস্তবং স্বত্রং ধৰ্ম্মকামার্থমোক্ষদম্। তচ্চ লিপ্রেন্দ্রকন্যায়া নিৰ্ম্মিতঞ্চ সুশোভনম্ ॥ ব্রাহ্মণ-কন্যার কৃত কাপাস স্থত্রে প্রস্তুত যজ্ঞোপবীত ধারণে ধৰ্ম্মার্থকাম মোক্ষ চতুবৰ্গ ফল লাভ হইয়া থাকে। † কার্পাসযুপবীতং স্তাদ বিপ্রস্তোদ্ধবৃতং ত্রিবৃৎ । শণস্বত্রময়ং রাজ্ঞাং বৈগুস্তাবিকসৌত্রিকম্ ॥ প্রাক্ষর কার্পাস সূত্রনিৰ্ম্মিত যজ্ঞোপবীত ধারণ করিবুেন। ক্ষত্রিয় শণসূত্রনিৰ্ম্মিত এবং বৈশু মেঘলোমনির্মিত যজ্ঞোপবীত ধারণ করবেন। ঋকৃসাম্যজুষাঞ্চৈব বেদভেদেন লক্ষণম্।. স্কন্ধে স্বত্রং সমাদায় নাতেরঞ্জং স্তনাদধঃ । ঋচামেতদ্ধি যজুর্যাং নাভিমাত্রং তথৈব চ। সারাং মূলাৰামবাহোদক্ষিপারড্রিমানিতম্ ॥ i 晶