পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১০১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9০ ৩৪নং কালীপ্রসাদ দত্তের ষ্ট্রীট, কলিকাতা ; স্পন্দন-চরিত্র, হাচ, টিকটিকির বাধা ইত্যাদি। ১৮ অভেদতত্ত্ব-তন্ত্র ও ভাগবতাদির গৃঢ়মৰ্ম্ম যে এক, তাহাই লিখিত হইয়াছে। ১৯ প্রায়শ্চিত্ত তত্ব। ২• অশৌচ গ্রহণবিধি । ২১ বিষচিকিৎসা-সৰ্প, বৃশ্চিক ইত্যাদি দংশনের চিকিৎস । ২২ জাম্পত্য ধৰ্ম্মণ-বন্ন্যাসাদি ধৰ্ম্ম হইতে যে, ভগবান প্রাপ্তিব সহজ ও সরল পস্থা, তাহার শাস্ত্রীয় ব্যবস্থ1 ইত্যাদি। ২৩ বাজীকরণ-বিদ্যা। ২৪ স্বরোদয় বিদ্যা—পবনবিজয় স্বরোদয়-শাস্ত্র হঠযোগের অন্তর্গত । ২৫ গুপ্তমন্ত্র । এই আর্য্যশক্তিব মূল্য ১॥• দেড় টাকা, মাণ্ডগ স্বতন্ত্র। ইহাতে বহু বিযয়, বহু ব্যাপার—ইংরাজী, ফ্রেঞ্চ, গ্রীক, জাৰ্ম্মাণ, সংস্কৃত ও যাবনিক ভাষার গ্রন্থ, পত্রিকা ও চিঠিপত্র হইতে সঙ্কলিত ও সংগৃহীত। তৎপবে অনেক প্রত্নতত্ত্ববিৎ পণ্ডিত, অনেক কঠোর তান্ত্রিক, বহুল ওঝা, অনেক গণ্যমান্ত থিয়োসফিষ্টগণের সাহায্যে, উপদেশে এবং প্রত্যক্ষ পবিদর্শনে লিখিত হইয়াছে । আত্মা কি, আত্মার আধার কোথায়, আত্মা কি প্রকারে জানা যায, নিদ্রা কি, মৃত্যু কি, মৃত্যুর সময়ে দেহ ছাড়িয়া আত্মা কেমন করিয়া বাহির হয়, তাহ চাক্ষুষ দেখিবার কথা এবং মৃত্যুর পরে আত্মা কোথায় যায়, সেখানে গিয়া কেমন কবিয়া থাকে, আবার আসে কি না--আমাদের দেশে এইং ইয়োবোপের ভূত, প্রেত ও মুক্তাত্মাগণের ঘটনা, সাক্ষি ও অলৌকিক রোমাঞ্চকর অসংখ্য কাহিনী। ইয়োরোপ-খণ্ডে ভূত নামানের জন্য যতপ্রকার যন্ত্র আবিষ্কার হইয়াছে, মেসূমেরিজিয়ম, হিপ নটিক, বশীকরণ অর্থাৎ ষে বিজ্ঞান-বলে মানুষকে ইঙ্গিতমাত্র সঙ্গে লওয়া যায় ; ভূত নামাম, চক্রে আনান, ভূতের নিকটে ভূত, ভবিষ্যৎ ও বর্তমানের সংবাদ লওয়া, ছায়ামূৰ্ত্তি-দর্শন প্রভৃতি এই পুস্তকে লিখিত হইয়াছে । মরিলে কোথায় যাইৰ,—জাবার আলিৰ কি ম8–এ চিন্তা করিবার পূৰ্ব্বে এ গ্রন্থখানি পাঠ করুন। মূল্য কাপড়ে বাধাই ১u• দেড় টাকা । ডাকমণ্ডলাদি - আট জানা ।