পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১০১৭

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবসর পুস্তকালয় । . . . أهله W. দার্শমিক পণ্ডিত সুরেন্দ্রমোহন ভট্টাচাৰ্য্য প্রণীত দেবতাগুআরাধনা। হিন্দুশাস্ত্রে অসংখ্য দেবতা আছেন,—সকল কাজে সকল অভাবে হিন্দু দেবশক্তির আশ্রয় চাহেন। সকল পাল-পাৰ্ব্বণে হিন্দু দেবদেবীর . পূজা করেন । বিধৰ্ম্মী বলেন,—ইহা হিন্দুর অজ্ঞানতু ; অনেক হিন্দু ভাবেন, বাস্তবিক ই তা কি ? দেবতা ও আরাধনা পাঠ করুন— বুঝিতে ও শিখিতে পারিবেন, দেবতত্ত্ব (অবৈজ্ঞানিক ব্যাপার নহে । দেবতা আছেন,—আরাধনা করলে তাহাব আবিভূত হইয়া বাহিত বর দান করিয়া থাকেন। মন্ত্রশক্তি দ্বারা কি প্রকারে তাহাদিগকে বশ করা যায়, তাহাও জানিতে পরিবেন। কালী, কৃষ্ণ, শিব, দুর্গা, ষষ্ঠী, সুবচনী, ইন্দ্র, চন্দ্র, বায়ু, বুরুণ প্রভূতি দেবতা কি, আরাধনা কি,-কি প্রকারে দেবতা দর্শন করিতে পারা যায়—কি প্রকারে আরাধনা করিতে হয়, তাহার শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক প্রকরণ এই বৃহৎ গ্রন্থে আছে । বাঙ্গালা ভাষায় এরূপ গ্রন্থ কখনও প্রকাশিত হয় নাই। উত্তম কাপড়ে বাধাই মূল্য ১u• দেড় টাকা, ডাকমাগুলাদি }e)• সাত আনি । o রাধাকৃষ্ণ-তত্ত্ব। স্বৰ্গীয় বঙ্কিমচন্দ্র “কৃষ্ণচরিত্র” লিখিয়া ঐকৃষ্ণকে ঈশ্বরের অবতার প্রতিপন্ন •.করিয়াছেন । “কৃষ্ণস্ত ভগবান স্বয়ং” দেখাইয়াছেন-কিন্তু তাহার অঙ্কিত BB BBBB SBBB BBBS tttBB BB BBB BB DDDDBDDDS .জীবের কামকলুষিত হৃদয়ে রসের জানন্দ প্রদান করিতে, কামনা-বাসনার