পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম খণ্ড ' ' বিবিধ । SY 3) বাহির করিয়া বামহস্ততলে নিক্ষেপ করিবে এবং তথা হইতে “ফটু” এই মন্ত্রে ভূমিতে পরিত্যাগ করবে। ইহাকে অঘমর্ষণ বলে। 驗 তৎপরে হাত ধুইয়া বৈদিক আচমন করতঃ "ীং হংসঃ ইদমর্থ্যং স্বৰ্য্যায় স্বাহ৷” এই মন্ত্রে স্বৰ্য্যার্ঘ্য স্বরূপ এক অঞ্জলি জলদান করিবে। তদনন্তর “ওঁ সূৰ্য্যমণ্ডলস্থায়ৈ অমুক-দেবতায়ৈ নমঃ" (অমুকদেবতাস্থলে, স্বীয় ইষ্টদেবতার নাম মনে মনে করিবে ) বলিয়া তিন অঞ্জলি জল অর্ঘ্যস্বরূপ ইষ্টদেবতাকে দিবে। প্রাতঃ, মধ্যাহ্ন ও সায়াহ্ন-যখন যে সন্ধ্যা তখনকার নিম্নলিখিত ধ্যান পাঠপূৰ্ব্বক যিনি যে দেবতার উপাসক, তিনি সেই দেবতার গায়ন্ত্রী দশ বা একশত আট বার জপ করিবেন । গায়ন্ত্রী “বহুদেবতার গায়ত্ৰী” প্রকরণে লিখিত হইয়াছে । প্রাতঃকালে কুণ্ডলিনী শক্তিকে মূলাধারকমলে দ্রবকাঞ্চনের ন্যায় তরুণতপন প্রভা চিন্তা কবতঃ ধ্যান করিবে । ওঁ উদ্যদাদিত্যসঙ্কাশং পুস্তকাক্ষকরাং স্মরেৎ । ■ কৃষ্ণাজিনধরাং ব্রাহ্মীং ধ্যায়েত্তারকিতেইস্বরে ॥ মধ্যাহ্নকালে কুণ্ডলিনী শক্তিকে অনাহতকমলে কোটিভাস্করসন্নিভা চিত্ত৷ করতঃ ধ্যান করিবে । ওঁ শুমবর্ণাং চতুৰ্ব্বাহুং শঙ্খচক্রলসৎকরাম্। গদাপদ্মধরাং দেবীং সুর্য্যাসনকৃতাশ্রয়াম্ ॥ - সায়াহ্নকালে কুণ্ডলিনী শক্তিকে আজ্ঞাপত্রে কোটিশশাঙ্কসমপ্রভাবিশিষ্টা চিন্তা করতঃ ধ্যান করিবে,— 甲 ওঁ সায়াহ্নে বরদাং দেবীং গায়ত্ৰীং সংস্মরেদষতিঃ । শুক্লাং ওক্লাস্বরধরাং বৃষাসনকৃতাশ্রয়াম্ । ত্রিনেত্রাং বরদাং পাশং শূলঞ্চ ৰুকরোটিকাম্। স্বৰ্য্যমণ্ডল মধ্যস্থাং ধ্যায়ন দেবীং সমভ্যসেৎ ॥ )کی۔ و* জপান্তে “গুহাতি” মস্ত্রে জপ সমৰ্পণ করিয়া তান্ত্রিক তৰ্পণ করিবে । 雪 তান্ত্ৰিক তুপর্ণ । ওঁ দেবাংস্তপয়ামি, ওঁ. ঋষীংস্তপয়ামি, ওঁ পিতৃংস্তপয়ামি, ওঁ মনুষ্ঠাংস্তপয়ামি, ওঁ গুরুংস্তপয়ামি, ওঁ পরমগুরুংস্তপয়ামি, ওঁ পরাপরগুরুংস্তপয়ামি, ওঁ পরমেষ্টিগুরুংস্তপয়ামি—এই সকল মন্থে প্রত্যেককে জলাঞ্জলি দান করিবে। তৎপরে নিজ ইষ্টদেবতার মূলমন্ত্ৰ মনে মনে উচ্চারণ করিয়া “অমুকদেবীং” তপরামি স্বাহ৷ ” এই মন্ত্রে তিনবার জলাঞ্জলি দিবে। ■ -on