পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম খণ্ড । বিবিধ । ">s ○ প্রাতঃ স্নান । তুলা-মকর-মেষেষু প্রাতঃস্নানং বিধীয়তে । নিরামিষং হবিস্তুং বা মহাপাতকনাশনম্ ॥ কাৰ্ত্তিক, মাঘ ও বৈশাখমাসে প্রাতঃস্বানের বিধি আছে। এই সকল মাসে প্রাতঃস্নান ও নিরামিষ বা হবিন্যাশী হইলে মহাপাতক বিনষ্ট হয়। স্বানের মন্ত্রাদি সমস্তই সাধারণ স্বানের মত, বিশেয মন্ত্র এই— কাৰ্ত্তিকমাসীয় প্রাতঃস্বানমন্ত্র-—ওঁ কাৰ্ত্তিকেহহং করিষ্যামি প্রাতঃস্নানং জনাৰ্দ্দন। প্রত্যৰ্থং তত্ব দেবেশ দামোদর ময়া সহ ॥ মাঘমাসের প্রাতঃস্নানমন্ত্র-—ওঁ মাঘমাসমিমং পুণ্যং স্নাম্যহং দেব মাধব । তীর্থস্তাস্ত জলে নিত্যং প্রসীদ ভগবন হবে । ওঁ দুঃখদারিদ্র্যনাশায় শ্ৰীবিষ্ণোস্তোষণায় চ। প্রাতঃস্নানং করোম্যদ্য মাঘে পাপবিনাশনম্। মকরন্থে রবে। মাঘে গোবিন্দাচু্যত মাধব । স্নানেনানেন তে দেব যথোক্তফলদে ভব। ওঁ দিবাকর জগন্নাথ প্রভাকর নমোহস্ত তে। পরিপূর্ণং কুরুম্বেদং মাঘক্ষানং মহাব্ৰতম্ ॥ عيونيو ميتوكة عبورج-جسيمكد قضيصينية \! তুলসীচয়নাদি-বিধি । পুর্ণিমায়ামমায়াঞ্চ দ্বাদশাং রবিসংক্রমে। তৈলাভাঙ্গে তথাক্ষাতে মধ্যাহ্নে নিশিসন্ধ্যয়োঃ । অগুচাশৌচকালে চ রাত্রিবাসোহস্বিতে তথা । তুলসী যে চ ছিন্দন্তি তে ছিন্দন্তি হরেঃ শিরঃ ॥ পূর্ণিমা, অমাবস্তা, দ্বাদশী ও রবিসংক্রমণে, তৈল মাখিয়া, অস্বাত অবস্থায়, রাত্রিতে, উভয় সন্ধ্যাকালে, অশুচি অবস্থায়, অশৌচকালে এবং রাত্রিবাস বস্ত্রে তুলসীচয়ন করিতে নাই । o পত্রাণাং চয়নে বিপ্র ভগ্না শাখা যদা ভবেৎ । * তদা হৃদি ব্যথা বিষ্ণোদায়তে তুলসীপতেঃ ॥ তুলসীপত্ৰ চয়নকালে যদি শাখা ভাঙ্গিয়া যায়, তবে বিষ্ণুর হৃদয়ে ব্যথা প্রদান করা হয় । 戟 করতালক্ৰয়ং দৰ চিনুয়াত্ত লসীদলম্। যথা ন কম্পতে শাখা তুলস্তাঃ দ্বিজসত্তম ॥ o বারক্রয় করতালি দিয়া তুলসীর শাখা কম্পন না হয়, এমনভাবে বামহন্ত স্বারা শাখা ধরিয়া দক্ষিণহস্ত দ্বারা মঞ্জরীবৃন্ত সহ তুলসীপত্র চয়ন করিবে । ।