পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ગ્રેમ સહ ! বিবিধ । ১২৫ «_F ব্রাহ্মণ-পাদোদক-পান-মন্ত্র । 斡 ওঁ ব্ৰহ্মাণ্ডোদরমধ্যে তু যানি তীর্থানি সত্তি বৈ । তানি সৰ্ব্বানি তীর্থানি সস্তি বিপ্ৰপদোদকে। বি প্রপাদোদকং পীত্ব যাবত্তিষ্ঠতি মেদিনী। তাবৎ পুষ্করপাত্রেণ পিবন্তি পিতরো দকম্ ॥

  • . শাস্তিস্বস্ত্যয়ন । অদৃষ্ট ও পুরুষকার লইয়া মানব । অদৃষ্ট বা কৰ্ম্মফলজনিত গ্রহাদি বিরুদ্ধ হইয়া অমঙ্গল সংঘটনে প্রবৃত্ত হইলে, তাহার মঙ্গলজন্ত শান্তিস্বস্ত্যয়ন করা আবশ্বক —এই উদ্যোগ ও কর্মকেই পুরুষকার বলা বাইতে পারে। যে ধৰ্ম্মকার্য্যের অনুষ্ঠানে বিরুদ্ধগ্রহদোষ নিবারণ ও ভূতাদির উপদ্রব প্রশমন এবং রোগাদি ত্ৰিবিধ অনিষ্ট নিবারিত হয়, তাহার নাম শান্তি এবং ভবিমঙ্গলকামনায় যে ধৰ্ম্ম-কাৰ্য্য করা যায়, তাহার নাম স্বস্ত্যয়ন ।

এই সকল কার্য্যে ফললাভ করিতে হইলে অভিজ্ঞ পুরোহিত দ্বারাই যথাবিধি অনুষ্ঠান করা কৰ্ত্তব্য । অনভিজ্ঞ পুরোহিত দ্বারা কাৰ্য্য করাইলে সুফল না হইয়া কাৰ্য্যদোষে বরং সময়ে সময়ে বিপরীত ফলই ঘটিয়া থাকে। অভিজ্ঞ পুরোহিত দ্বারা ক্রিয় করাইলে শান্তিস্বস্ত্যয়নের ফল হাতে হাতে 3 || শুভগ্রহার্কবারেষু মৃদুক্ষিপ্রধ্রুবেষু চ | শুভরাশিবিলগ্নেষু শুভশান্তিকপৌষ্টিকম্ ॥ শুক্র, সোম, বুধ, বৃহস্পতি এবং রবিবারে শুক্লপক্ষে কৰ্ম্মকৰ্ত্তার শুভলগ্নে শুভরাশিতে, শুভ{তধি, যোগ এবং করণে, চিত্র, আমুরাধা, মৃগশিরা রেবতী, পুস্থ্যা, অশ্বিনী, হস্তা, উত্তরফক্ষ্মণী, উত্তরাষাঢ়া, উত্তরভাদ্রপদ ও রোহিণী:নক্ষত্রে শাস্তিস্বস্ত্যয়নাদি কাৰ্য্য প্রশস্ত । இ. o ক্ষুদ্র ক্ষুদ্র আপদ্ধ নাশের জন্য নিম্নলিখিত ব্যবস্থামতে শান্তি করা যাইতে পারে । இ. পঠেচ্চওঁীং জপেক্ষ গাং পুঞ্জয়েৎ পার্থিবং শিবম্। কারয়েদ্ধরিভ্রামানি কলে কাৰ্য্যং চতুষ্টয়ম্ ॥ চণ্ডীপাঠ, দুর্গানামজপ, পার্থিব শিবপূজা এবং হরিনামকীৰ্ত্তন (খোলকরতাল সহযোগে হরিনামসংকীৰ্ত্তন ) ও বিষ্ণুর সহস্ৰ নামাদি স্তব পাঠ করিবে । এই চারিট কার্য্যের অনুষ্ঠানে মানবের সকল আপদের শাস্তি হয়।