পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ পুরোহিত-দর্পণ । s학 현 || অনন্তর মণ্ডলের উপৰে পৃথক পৃথক রূপে চারিট কলসী স্থাপন করিবে । প্রথম কলসীর উপর একখানি লৌহপাত্র রাখিয়া, ব্রীহিযবদ্বার। ঐ পাত্র পূর্ণ করিয়া দিয়া, তাহাতে লৌহময়ী যম-প্রতিমা কৃষ্ণবস্ত্রে আচ্ছাদন পূৰ্ব্বক স্থাপন করিবে । দ্বিতীয় কলসীর উপরে তাম্রপাত্র রাখিয়া তাহা তিলদ্বারা পূর্ণ করিয়া শুক্লবস্ত্রে আচ্ছাদনপূর্বক তাম্রময়ী ধৰ্ম্মপ্রতিমা রাখিবে। তৃতীয় কলসীর উপরে যবপূরিত কাংস্তপাত্র রাখিয়া পীতবস্ত্র দ্বারা আচ্ছাদনপূর্বক কাংস্তময়ী চিত্রগুপ্তপ্রতিমা স্থাপন করিবে । চতুর্থ 'কলসোপরি গোধূমপূরিত প্রস্তর পাত্রে রৌপ্যময়ী পুষ্করপ্রতিমা স্থাপন করিবে । অনন্তর পঞ্চ”মৃতদ্বারা স্ব স্ব মস্ত্রে স্বান করাইয়া প্রত্যেকের প্রাণপ্রতিষ্ঠা করিয়া আবাহন পূর্বক ষোড়শোপচাবে ( অশক্ত হইলে দশোপচারে ) পূজা করিয়া প্রণাম করিলে ৷ যথা— প্রথমে যমের তাবাহন কবিয়া প্রাণপ্রতিষ্ঠাপূর্বক পূজা কবতঃ প্ৰণাম করিবে— ওঁ ধৰ্ম্মরাজ নমস্তুভ্যং কালদণ্ডধরঃ প্রভো । বৈবস্বত নমস্তেহস্ত প্রেতারিষ্টং বিনষ্ঠতু ॥ “ঔ বৈবস্বতায় নমঃ"-- এই মন্ত্রে তিনবার পূজা করিপে । অনন্তর ধর্মের আবাহন করিয়া প্রাণপ্রতিষ্ঠাপূৰ্ব্বক পূজাকরতঃ প্রণাম করিবে । ওঁ ধৰ্ম্ম ত্বং ধৰ্ম্মরূপোহসি নিলে মোহসি নিরঞ্জনঃ । প্রেতরিষ্টমিদং দেব নাশয় ত্বং সম প্রভো ॥ “ওঁ ধৰ্ম্মায় নমঃ” এই মন্ত্রে তিনবার পূজা করিবে । অনন্তর চিত্রগুপ্তের আবাহন পূর্বক প্রাণপ্রতিষ্ঠা করতঃ পূজা করিয়া প্রণাম করিবে । - •ওঁ যম-মন্ত্রী চিত্রগুপ্তে বিধাত ধাতুসংজ্ঞকঃ । প্রেতরিষ্টপ্রশমনং কুরু দেব নমোহস্তু তে ॥ “ওঁ চিত্রগুপ্তায় নমঃ" এই মন্ত্রে তিনবার পূজা করিবে । অতঃপর পুষ্করের আবাহনপূর্বক প্রাণপ্রতিষ্ঠ, করতঃ পূজা করিয়া, যে দিনে মৃত্যু হইয়াছে, সেই তিথি, বার ও নক্ষত্রের পূজা করিবে । পরে স্বগৃহোক্ত বিধিতে অগ্নিস্থাপন করিয়া সাধারণ কুশণ্ডিকায় চরুপাক করিবে । পরে “ওঁ যমায় স্বাহ৷” এই মন্ত্রে বৈকঙ্কত ( বইচ গাছ ) সমিধ দ্বারা হোম করিবে । অনস্তর “ওঁ ধৰ্ম্মায় স্বাহ” “ওঁ চিত্রগুপ্তায় স্বাহা" এই মন্ত্রে পৃথক পৃথক ভাবে