পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8९ পুরোহিত-দপণ । ১ম খণ্ড । শনিদক্ষিণে—যম । রাহুদক্ষিণে—কাল । কেতুদক্ষিণে-চিত্রগুপ্ত। প্রত্যধিদেবতা,—স্থৰ্য্যবামে অগ্নি । সোমবামে-জল। কুজবামে—পৃথিবী । বুধবামে-বিষ্ণু বৃহস্পতিবামে—ইন্দ্র । শুক্রবামে—শচী । শনিবামে-প্রজাপতি। রাহুবামে—সর্প। কেতুবামে–ব্রহ্ম"। মণ্ডলদক্ষিণে-বিনায়ক, পশ্চিমে দুর্গা, বায়ুকোণে বায়ু, উত্তরে আকাশ, পূৰ্ব্বে অশ্বিনীকুমার। Ç এই প্রকারে আবাহনাদি করিয়া স্বৰ্য্যাদিক্রমে তত্তস্বর্ণের পুষ্পবঞ্জাদিদ্বারা নবগ্রহ, অধিদেবতা প্রত্যধিদেবতার পূজা করিয়া, বিনায়কাদির শ্বেতপুষ্প ও অক্ষতাদি দ্বারা প্রত্যেককে পূজা করিবে। পরে স্বৰ্য্যাদিকে বলি প্রদান করিবে । “এষ গুড়োদনবলিঃ ওঁ সূৰ্য্যায় নমঃ" এই ক্রমে নিম্নলিখিত নয় প্রকার দ্রব্যের বলি নবগ্রহকে দিলে । যথা— স্বৰ্য্য-গুড়োদন, সোম-বৃতপায়স, কুজ—যব-তণ্ডুলের অন্ন, বুধ— ক্ষীরোদন, বৃহস্পতি—দধোদন, শুক্র—ঘুতেদিন, শনি—কৃষ্ণ তিল, তণ্ডুল ও মাষকলাই, রাহু-ছাগমাংস, কেতু—চিত্রেীদন (হরিদ্রামাখান তণ্ডুল ) । অধিদেবতা, প্রত্যধিদেলতা ও লিনায়কদি দেবতাগণকে ঘু ত পায়স দিবে। প্রত্যেকের পৃথক্ বলির অভাব হইলে সকলকেই ঘূতপায়স দেওয়ার বিধি আছে । পরে অন্যান্য উপচার ও তিল এবং মারিকেল—লড কাদি—“এতানি ভুরিভক্ষ্যাণি অধিদৈবত-প্রত্যধিদৈবত-বিনায়ক-পঞ্চসহিতেভ্য আদিত্যাদিনবগ্রহেভ্যো নমঃ" বলিয়া উৎসর্গ করিয়া দিবে। : লোকপালাদিপূজা-অনন্তৰ চক্রাক্তমণ্ডলে লোকপালদিগের স্ব স্ব দিকে পুজা করিবে। যথা,--- ও ইন্দ্রস্তু মহলা দীপ্তঃ সৰ্ব্বদেবাধিপো মহান। বজ্রহস্তে মহাসত্বস্তস্মৈ নিত্যং নমো নমঃ । ওঁ ভূভূর্বঃ স্বঃ ইন্দ্র ইহাগচ্ছাগচ্ছ ইহ তিষ্ঠ তিষ্ঠ অত্ৰাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহাণ।” এতৎ পাদ্যং ওঁ ইন্দ্রায় নমঃ —এই ক্রমে পূজা করিয়া উক্তমন্ত্রে পুষ্পাঞ্জলি প্রদান এবং মাধভক্তবলি প্রদান করিয়া জপ ও প্রণাম করবে। এইরূপে দিকৃপালগণের পূজা করিবে । নিয়ে দিকৃপালগণের বিশেষ মন্ত্র লেখা হইল । অগ্নি-ওঁ আগ্নেয়-পুরুষে রক্তঃ সৰ্ব্বদেবময়োহব্যয় ।

। धूमरक्छूत्वनाष्ट्रशस्त्रीय निउा९ नम्बा ममः ।