পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম খণ্ড'। বিবিধ । >&> অথো ত ইন্দ্ৰঃ কেবলীর্বিশো বলিহৃতস্করৎ ॥ যুপরক্ষা উত যে যুপবাহাচ্চষায়ং যে অশ্বযুপায় তক্ষতি। যে চাৰ্ব্বতে পচনং সংভরস্তুতো তেষামতিগুৰ্ত্তিন ইৰত্ন । পরে নাগযষ্টিকে জলাশয়জল মধ্যস্থলে পুতিবে । ঐ নাগষষ্টির দশদিকে জলদেবীগণের পূজা করিবে, যথা—সুৰ্ব্বাংশে—হি ইহাগচ্ছাগচ্ছ আবাহনপূর্বক “ওঁ fহ্রয়ৈ নমঃ" মন্ত্রে পূজা করিবে । এইরূপে অগ্নিকোণে-শ্রিয়ৈ। দক্ষিণে— শচ্যৈ। নৈখতে—মেধায়ুৈ। পশ্চিমে—শ্রদ্ধায়ৈ । বায়ুকোণে—বিদ্যায়ৈ । উত্তরে—লক্ষ্ম্যৈ। ঈশানে-সরস্বত্যৈ । অধঃ—বিদ্যায়ৈ । উৰ্দ্ধে—লক্ষ্যৈ । অনন্তর বারক্রয় অগ্নি প্রদক্ষিণ করতঃ সূৰ্য্যাদি অশ্বিনীকুমার পর্য্যন্ত দেবতাগণের যথাশক্তি পূজা করিয়া, “ওঁ বরুণ ক্ষমস্ব” বলিয়া জলদ্বারা বরুণের বিসর্জন করতঃ নিম্নোক্ত মন্ত্র পাঠ করিবে, যথা— ওঁ যাস্তু দেবগণাঃ সৰ্ব্বে পূজামাদায় যাজিকাঃ । ইষ্টকামপ্রসিদ্ধ্যর্থং পুনরাগমনায় চ ॥ বরুণ ত্বং হিরণ্য ত্বং প্রণতান্তিবিনাশন। ব্ৰজস্ব পূজামাদায় পুনরাগমনায় চ। পবে বাস্তুযাগের বরণ ও মূলদক্ষিণ এবং জলাশয়োৎসর্গের বরণদক্ষিণা সমাপ্ত করিয়া মূল দক্ষিণান্ত করিবে । যথা— ওঁ অদ্ব্যেত্যাদি—মৎসঙ্কল্পিতজলপূর্ণপুষ্করিণী:জলাশয়প্রতিষ্ঠাকৰ্ম্মণ: সাঙ্গ তাৰ্থং দক্ষিণামিদং কাঞ্চনমূল্যং শ্ৰীবিষ্ণুদৈবতং যথাসম্ভবগোত্রনারে ব্রাহ্মণায়াহং দদে । অতঃপর উভয় কৰ্ম্মের অচ্ছিদ্রাবধারণ ও বৈগুণ্যসমাধান করিয়া কৃতাঞ্জলি হইয়া পাঠ করিবে,— - কৃতৈতৎ মৎসঙ্কল্পিতজলপূর্ণপুষ্করিণী:জলাশয়প্রতিষ্ঠা-বাস্তু,পশমন-কৰ্ম্মণে রচ্ছিদ্রমন্থ। কৃতৈতৎ মৎসঙ্কল্পিতজলপূর্বপুষ্করিণীজলাশয়প্রতিষ্ঠা-বাজু,পশমনকৰ্ম্মণোৰ্যদ্বৈগুণ্যং জাতং তদোষপ্রশমনায় শ্ৰীবিষ্ণুস্বরণমহং• করিয়ে"। প্রয়তাং পুণ্ডরীকাক্ষ ইত্যাদি স্তুতি পাঠ করিবে । পরে অবচ্ছিন্ন ছন্ধের ধারা দিয়া বাস্তোযুম সহকারে যজমান ও আচাৰ্য্য বারক্রয় জলাশয় প্রদক্ষিণ করিরে । কুপোৎসর্গ-প্রয়োগ । 雄 শুভলগ্নে যজমান সৰ্ব্ববোধিজলে স্নান করিয়া নিত্যক্রিয়া সমাপনপূর্বক জলাশয়ের পশ্চিমে পূৰ্ব্বাভিমুখীন হইয়া উপবেশন করিয়া আচমন করতঃ সঙ্কল্প করিবে। সঙ্কল্পাদিতে মুখ্যচাক্সমাসের উল্লেখ করিতে হইবে। সঙ্কল্প