পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

26 by পুরোহিত-দর্পণ । भग १७ ।। ক্ষয়কাম ইমং ধ্বজং অমুকদেবায় তুভ্যমহং সম্প্রদদে ॥ পরে ধ্বজাদানের দক্ষিণাস্তু করিবে । অতঃপর বিষ্ণুবিষয়ে বিশেষ মন্ত্র পাঠ করিয়া গরুড়কে পুষ্পাঞ্জলিত্রয় দান করিয়া প্রণাম করিবে । বিশেষ মন্ত্র যথা-- , ওঁ সুপর্ণোহসি গরুত্মাং স্ত্রিবৃত্তে শিরো গায়ত্র্যং চক্ষুর ইন্দ্ৰথস্তরে পক্ষেী । স্তোম আত্মা ছন্দাংস্তঙ্গানি যজুংষি নাম । সাম তে তনুৰ্ব্বামদেব্যং যজ্ঞাযজ্ঞিয়ং পুচ্ছং ধিক্যাঃ শকাঃ। সুপর্ণোশি গরুত্মানূ দিবং গচ্ছ স্বঃপত । “ওঁ গরুড়ায় নমঃ” এইক্রমে পূজা করিয়া প্রণাম করিবে—ওঁ নমস্তে পতগশ্রেষ্ঠ পন্নগান্তকর প্রভো । তৎপ্রসাদাম্মহাবাহো মোদয়ে দিবি দেববৎ ॥ যথা ত্বং সংপুটকরঃ সততং নতকন্ধরঃ। তথৈব পুরতো বিষ্ণোত্বৎপ্রসাদা দ্ভবাম্যহম্ ॥ “দুর্গাগ্রহপ্রতিষ্ঠায় ওঁ সিংহায় নমঃ’—এই ক্রমে সিংহের পূজা করিয়া বিশেষ মন্ত্র পাঠ করিবে । যথা,—ওঁ বিজয়ো জয়দে জেতা রিপুঘাতী প্রিয়ঙ্করঃ । ঃখদারিদ্র্যহা শাস্তঃ সৰ্ব্ববিঘ্নবিনাশনঃ । ইত্যষ্টে তব নাযানি যক্ষাৎ সিংহপরাক্রম:। তন্মাৎ সিংহাসনেতি ত্বং নাম্না দেবেযুগীয়তে ! ত্বয়ি স্থিতঃ শিবঃ সাক্ষাৎ ত্বয়ি শক্রঃ সুরেশ্বরঃ । ত্বয়ি স্থিতো হরির্দেবস্তুদৰ্থং তপ্যতে তপঃ ॥ নমস্তে সৰ্ব্বতে ভদ্র দুর্গায়া বাহনঃ পবঃ ত্ৰৈলোক্যজয় শক্রয় সিংহাসন নমোহন্ত তে ॥ অন্য দেবতার বাহনেও এই প্রকার করিবে । সংক্ষেপ দেবপ্রতিষ্ঠা ও পুনঃসংস্কার । দেববিগ্রহ কোন প্রকারে ভগ্ন হইলে, ফাটিয়া গেলে, ভাস্করাদিদ্বারা অঙ্গরাগাদি করা হইলে বা অস্পৃশু-স্পর্শ পুজারাহিত্য দোষ ঘটিলে, সেই বিগ্রহে দেবত্ব থাকে না---এইরূপ স্থলে পুনঃসংস্কারের প্রয়োজন । এইরূপ স্থলে তাম্রাদি ধাতু অথবা প্রস্তর কিম্বা দারুমূৰ্ত্তি হইলে, তত্তৎদ্রব্যশুদ্ধি বিধানে শুদ্ধ করিয়া লইয়া পঞ্চগব্য মন্ত্রদ্বারা পঞ্চগব্য শোধন করিয়া মিলিত পঞ্চগব্যে বিগ্রহকে স্বাম করাইবে । তৎপরে কুশোদকে প্রতিম! সংশোধন ও অর্থ্যেদিকে একশত আটবার সংপ্রোক্ষণ করিবে । তৎপরে একটা কুন্তে চারিসের দুই পোয় জল লইয়া (সমর্থ পক্ষে একশত আট, চুয়ার অথবা বিংশতি কলসী ) এই মন্ত্রে বিগ্রহকে স্বান করাইবে । মন্ত্র যথা-ওঁ দেবস্ত ত্বা সবিতুং ইত্যাদি ।