পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম খণ্ড । বিবিধ । అని মন্ত্রে তিল মিশ্রিত ঘৃত দ্বার হোম করিয়া প্রাদেশ প্রমাণ একটা বৃতাক্ত সমিধ অগ্নিতে আহুতি দিয়া ঘৃত দ্বারা মহাব্যাহৃতি হোম করিবে । মহাব্যাহতি হোম-প্রজাপতিঋবির্গীয়গ্ৰীচ্ছন্দোইগ্নিৰ্দ্দেবতা মহাব্যাহতি-হোমে বিনিয়োগঃ ! ওঁ ভূঃ স্বাহা । প্রজাপতিঋষিরুষ্ণিকৃছন্দো বায়ুদেবতা মহাব্যাহতিহোমে বিনিয়োগঃ। ওঁ ভুব স্বাহা । প্রজাপতিঋষিরতুষ্টুপছন্দঃ স্বৰ্য্যোদেবতা মহাবু্যাহতি হোমে বিনিয়োগঃ। ওঁ স্বঃ স্বাহা । অতঃপর সামান্ত কুশণ্ডিকার পরে যে উদীচ্য কৰ্ম্মাদি আছে, তাহা সমাপ্ত করিবে এবং পূর্ণ হোম করিয়া ব্ৰহ্মদক্ষিণাস্ত ও তিলকান্ত কাৰ্য্য সমাপন । করিয়া-দ্বাদশদানদ্রব্য উৎসর্গ করিয়া দিবে। আলোক-অমাবস্তা-ব্ৰতোক্ত নিয়মে লৌহযষ্টি, তাম্রাধার, রজতবৰ্ত্তী দ্বাদশ দীপ উৎসর্গ করিয়া দিবে। পরে বিষ্ণু, লক্ষ্মী এবং গুরু ও স্বামীর উদ্দেশে ডাল উৎসর্গ করিবে । যথা,-অদ্যেত্যাদি অমুকগোত্রা শ্ৰীঅমুকীদেবী মৎসঙ্কল্পিত ইয়ম্বৰ্ষনিম্পাদিত অমুকপুরাণোক্ত-অমুকত্রতপ্রতিষ্ঠাকৰ্ম্মণি শ্ৰীবিষ্ণুপ্রতিকামা ইদং সোপকরণ ডল্পকমর্চিতং বিষ্ণবে তুভ্যমহং সম্প্রদাদে ॥ এইরূপে লক্ষ্মীসম্প্রদানক বাক্যে ডাল! উৎসর্গ করিবে । সধবা স্ত্রী স্বামীর হস্তে ডালা প্রদান করিয়া প্রণাম করিবে । 曼 মন্ত্র যথা—নমো নাধিকাবোইস্তি মে নাথ উপবাসত্ৰতাদিষু ৬বদাজ্ঞাবিহীনায়াস্তস্মাদাজ্ঞাপয় প্রভো । অকালে যদুব্রতং চীর্ণং যজ্ঞ মন্ত্রবিবর্জিতম | ধুপগন্ধাদিভিহীনং তৎসৰ্ব্বং পূর্ণতাং নয় ॥ বিধবা স্ত্রী স্বৰ্গস্থ পতির তেজঃপূর্ণ প্রেমময় দিব্যদেহ চিন্তা করতঃ তাহার স্বর্গার্থ ব্রাহ্মণসম্প্রদানক বাক্যে ডালা উৎসর্গ করিয়া দিবে। 峰 অঞ্জনধার ও সিন্দুরাদিসংযুক্ত পেটী ( পেতে ) লক্ষ্মীকে দান করিয়া বিষ্ণু ও লক্ষ্মীর প্রণাম করিবে । இ. বিষ্ণুর প্রণাম যথা—নমস্তে জলদাভায় নমস্তে জলশায়িনে । নমস্তে কেশবানন্ত বাস্থদের নমোহন্তু তে ॥ নমো নমস্তে সুররাজরাজ নমোইজ তে দেব জগন্নিবাস। কুরুষ সম্পূর্ণফলং মমা নমোহস্ত তুভ্যং পুরুষোত্তমায়। নমো ব্ৰহ্মণ্যদেবায়—’ইত্যাদি । o লক্ষ্মীর প্রণাম—ওঁ লক্ষ্মীপ্তং সৰ্ব্বভূতানাং যথা বসলি নিত্যশঃ । স্থিরা ভব মহাদেবি মম জন্মনি, জন্মনি ॥ অনন্তর দেবড়ালার উপরি প্রতিমাদ্বয় সংস্থাপনপূর্বক মস্তকে করিয়া