পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৯ পুরোহিত-দর্পণ । 핵한 অভু্যক্ষণ করতঃ তদুপরি সৰ্ব্বোতভদ্রমণ্ডল অঙ্কিত করিয়া, তাহার পূর্বদিকে পঞ্চবট ও শান্তিকুস্ত স্থাপন কবিবে। পরে “ওঁ বিমান এষ দিবো মধ্য আস্ত তাপপ্রিবান রোদসী: অন্তরিক্ষং । স বিশ্বাচীরভি চষ্টে ঘৃতাচীরান্তরা পূৰ্ব্বমপরঞ্চ কেতুম। এই মন্ত্রে বেদীর উপরে বিতান বন্ধন করিবে । অতঃপর ঘটস্থাপন করিয়া সামান্তাধ্যাদি স্থাপনপূর্বক, ভূতশুদ্ধ্যাদি করিয়া প্রথম ঘটে—গণেশ ও স্বৰ্য্য, দ্বিতীয় ঘটে—শিব ও দুর্গা, তৃতীয় ঘটে—বিষ্ণু ও লক্ষ্মী, চতুর্থ ঘটে—অগ্নি, বাস্তুপুরুষ, ক্ষেত্রপালগণ, কীর্তিকের ও অশ্বিনীকুমারদ্বয়, পঞ্চমঘটে—নবগ্রহ ও দিকৃপালগণের পূজা করিবে । অনন্তর প্রতিমাদ্বয় আনয়ন করতঃ–পঞ্চগব্যদ্বারা সেই ঘুেই মন্ত্রে স্বান করাইবে । পরে গঙ্গাজল দ্বারা “ওঁ এতোম্বিন্দ্রং স্তবাম শুদ্ধং” ইত্যাদি শুদ্ধবতীBD BB BBB BBBBBS SSSB BBBBBS BBB S BBBBS B YS BBB “ওঁ যে বঃ শিবতমো” ইত্যাদি "ওঁ তস্মা অরঙ্গমাম বো” ইত্যাদি “ওঁ সমুদ্রোহসি নভস্বানার্ক্সদামুঃ শস্কুময়োভুরভিমাবাহি স্বাঙ্গ” মন্ত্রে স্নান কৰাইলে । পরে গন্ধোদক দ্বাব। “ওঁ গন্ধদ্বারাং” ইত্যাদি, পুষ্পোদকদ্বারা—“ওঁ শ্ৰীশ্চ তে" ইত্যাদি, ফলোদক দ্বারা—“ওঁ যাঃ কলিনীৰ্য্যা” ইত্যাদি, “ওঁ অগ্নিমীলে । পুরোহিতং” ইত্যাদি বৈদিক মন্ত্রচতুষ্টয় দ্বারা স্বান করাইয়া স্ত্রীস্বত্ত, পুরুষসূক্ত এবং পাবমানীসূক্তত্বারা স্নান করাইলে । Q. অতঃপর "ওঁ ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবা ভদ্রং পশ্বেমাক্ষভিৰ্যজত্ৰাঃ । স্থিরেরঙ্গৈস্তুষ্টুবাংসস্তনূতিবর্ণশেম হি দেবহিতং যদায়ুঃ । এই মন্ত্র পাঠ করিয়া ভদ্রাসনে. প্রতিমাদ্বয় স্থাপন করিবে । পরে প্রাণপ্রতিষ্ঠা করিয়া ( ১ম খণ্ড ৪• পৃঃ দেখ ) “ওঁ নমস্তেহত্র সুরেশানি প্রণীতে বিশ্বকৰ্ম্মণ। প্রভাবিতাশেষজগত ত্যং নুত্যং নমো নমঃ । য়ি সম্পূজয়ামীশং নারায়ণমনাময়ম। রহিতা শিল্পদোষৈত্বমূদ্ধিযুক্ত সদ ভব ॥” ইহা পাঠ করিবে । লক্ষ্মী প্রতিমায় “নারায়ণমনাময়ং" স্থলে “শ্ৰিয়ং দেবী মনাময়ীং” এইরূপ পাঠ করিবে । তদনত্তর বিষ্ণুর ধ্যান করতঃ বিশেষার্ধ্য স্থাপন করিয়া মণ্ডলমধ্যে পীঠন্যাস ক্রমে পীঠশক্তির পুজা করিবে। পরে পুনরায় ধ্যান করতঃ আবাহন পুৰ্ব্বক ষোড়শোপচারে বিষ্ণুর পূজা করিবে । অতঃপর লক্ষ্মীর ধ্যান করতঃ যথাশক্তি উপচারে পূজা করিবে । তদনন্তর স্বগৃহোক্ত বিধানে ব্ৰহ্মস্থাপনাস্ত কুশণ্ডিকা করিয়া চকু পাক ধরিখে। তদনন্তর জাঙ্গ্যতাগাপ্ত হোম শেষ করিয়া অগ্নির ধ্যান করতঃ