পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৬ পুরোহিত-দর্পণ । 》 현한 এই প্রকার সঙ্কল্প করিয়া প্রায়শ্চিত্ত হোম করিবে । অতঃপর স্বিষ্টিরুদ্ধোম করিয়া, সাধারণ কুশণ্ডিকোত্ত যাবতীয় কাৰ্য্য সমাপন করিবে । অনন্তর দক্ষিণাদি করিয়া ডালা উৎসর্গ করিবে । অতঃপর আচ্ছিদ্রাবধারণ করিবে । ஆறகம் ব্ৰত উদ্‌যাপন । ” উদযাপন কার্য্যে স্বস্তিবাচনাদি গুরুপূজা পৰ্য্যন্ত করিয়া স্বগৃহোক্ত বিধানে অগ্নিস্থাপনপূর্বক চরুহোম না করিয়া, তিল মিশ্রিত ঘৃতদ্বারা "ওঁ তদ্বিষ্ণোঃ” ইত্যাদি মন্ত্রে হোম করিবে । এবং লক্ষ্মীদেবীর হোম করিয়া উদীচ্য কৰ্ম্ম ও প্রায়শ্চিত্ত হোমাদি বামদেব্যগানান্ত কৰ্ম্ম সমাপন করিয়া, ডল্লকাদি উৎসর্গ করিবে। উদযাপনে এইমাত্র বিশেষ । সোপান-প্রতিষ্ঠা । সোপান-প্রতিষ্ঠা কৰ্ম্ম সকলই জলাশয়োৎসর্গের দ্যায়, যাঙ্গ একটু প্রভেদ আছে, তাহাই এখানে লিখিত হইল । সঙ্কল্পবাক্য । যথা,—“অষ্ঠে ত্যাদি প্রত্যেকেষ্টকাদি পরমাণু-সম সংখ্যকশতবর্ষাবচ্ছিন্ন-স্বৰ্গপ্রাপ্তিকামঃ ( শ্ৰীবিষ্ণুপ্রীতিকামো বা ) সোপান-প্রতিষ্ঠামহং করিস্থ্যে ।” দানবাক্য যথা –অল্পেত্যাদি এতৎসোপানং বরুণদৈবতং সৰ্ব্বভুতেভ্যোইহমুৎস্থজে। দানানন্তর “ওঁ দেব-পিতৃ-মনুষ্ঠাঃ প্রয়স্তাং” ইত্যাদি ( ১৪৯ পৃঃ ১০ পঃ ) মন্ত্র পাঠ করিবে। এই মন্থে “ময়ৈতৎ জলমুর্জিতম” স্থলে “ময়ৈতৎ সোপান মুঙ্গিতম্” পাঠ করবে। 劃 পুরুষসূক্ত-মন্ত্র। ওঁ সহস্রশীর্ষ পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্রপাৎ । সভূমিং বিশ্বতো বৃত্বাতাতিষ্ঠদশাঙ্গুলম্ ॥ ১ ॥ ওঁ পুরুষ এবেদং সৰ্ব্বং যদভুতং যচ্চ ভব্যম্। উতামৃতত্বপ্তেশানো যুদন্ত্রেনাতিরোহতি ॥ ২ ॥ ওঁ এতাবানস্ত মহিমাতে।