পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় খণ্ড । পৌর্ণমালী। సా( পুনরাচমনীয়কৰ্ম্ম ॥ ইদং পুনরাচমনীয়ম ৷ ৭ ৷ ওঁ স্বেহং গৃহাণ স্নেহেন লোকনাথ মহাশয়। সৰ্ব্বলোকেষু শুদ্ধত্মিন দদামি স্বেছমুত্তমম্। ইদং গন্ধতৈলম্ । ৮ । ওঁ পরমানন্দবোধান্ধিনিমগ্ননিজমূৰ্ত্তয়ে । সাঙ্গোপাঙ্গমিদং স্নানং কল্পয়াম্যহমীশ তে। ইদং স্বানীয়জলম । ৯। ওঁ মায়াচিত্রপটাচ্ছন্ননিজগুহেরুতেজসে। নিরাবরণবিজ্ঞান বাসস্তে কল্পয়াম্যহম্ ॥ ইদং বস্ত্রম্ । ১০ । ওঁ থমশ্রিত্য মহামায়া জগৎসম্মোহিনী সদা । তস্মৈ তে পরমেশায় কল্পয়াযুত্তরীয়কম্ ॥ ইদমুক্তরীয়কম্।। ১১। ওঁ যস্ত শক্তিত্রয়েণেদং সম্প্রেীতমখিলং জগৎ । ষজ্ঞসূত্রায় তস্মৈ তে যজ্ঞস্বত্রং প্রকল্পয়ে ৷ ইদং যজ্ঞোপবীতম। ১২। ওঁ স্বভাবসুন্দরাঙ্গায় নানাশক্ত্যাশ্রয়ায় তে। ভূষণানি বিচিত্রাণি কল্পয়াম্যমরার্চিত। ইদমাতরণম্। ১৩। ওঁ সমস্তদেবদেবেশ সৰ্ব্বতৃপ্তিকরং পরম্ । অখণ্ডানন্ধসম্পূর্ণ গৃহাণ জলমুত্তমম্। ইদং জলম্।। ১৪ । ওঁ পরমানন্দসৌরতাপরিপূর্ণাদগন্তরং । গৃহাণ পরমং গন্ধং কৃপয়া পরমেশ্বর ৷ এঘ গন্ধঃ । ১৫ । ওঁ তুরীয়বনসসুতং নানা গুণমনোহরম্ । আনন্দসৌরভং পুষ্পং গৃহ তামিদমুত্তমম্ ॥ ইদং পুষ্পমূ। ১৬ । এই সময়ে নানাবিধ পুষ্প ও মাল্যাদি দান করিয়া “ওঁ নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমায়নে স্বাহা । এতৎসচন্দনতুলসীপত্ৰম্।” এই মন্ত্রে তুলসী দিবে। • পরে পূর্ববৎ মন্ত্র পাঠাস্তে ধূপাদি দিবে। যথা-ওঁ বনস্পতিরসোৎপন্নে৷ গন্ধাটো গন্ধ উত্তমঃ। আঞ্জেয়ঃ সৰ্ব্বদেবানাং ধূপোহয়ং প্রতিপৃহতাম্ ॥ এষ ধূপঃ। ১৭। ওঁ সুপ্রকাশে মহাদীপঃ সৰ্ব্বতস্তিমিরাপহঃ । সবাহাত্যস্তরজ্যোতিদীপোহয়ং প্রতিপৃহতাম । এষ দ্বীপঃ । ১৮ । ওঁ সৎপাত্রসিদ্ধসুহবিবিবিধানেকভক্ষণম্। নিবেদয়ামি দেবেশ সৰ্ব্বভৃপ্তিকরং পরম্ ॥ এতন্নৈবেদ্যম্। ১৯ । ওঁ সমস্তদেবদেবেশ সৰ্ব্বতৃপ্তিকরং পরম্ । অখণ্ডানন্দসম্পূর্ণ গৃহাণ জলমুত্তমম্ ॥ ইদং পানাৰ্থজলম্ । ২০ । পরে পুনরায় আচমনীয় দানের মন্ত্র পাঠ করিয়া আচমনীয় জল দিবে।— ইদাচমনীয়জাম্ । ২১ । ওঁ তাপত্রয়হরং দিব্য-কপুরাদিসুবাসিতম। ময়া নিবেদিতং দেব তামুলমিদমুত্তমম্। ইদং তামূলম্। ২২ । পরে প্রাণায়াম করিয়া যধাশক্তি জপ করতঃ প্রণাম করিবুে। মন্ত্র যথা— অদ্য মে সফলং জন্ম জীবিতঞ্চ সুঞ্জীবিতম্। স্বত্তবাৰ্জ্জুি-পদদ্বম্বে যুদ্ধ মে ভ্রমরায়তে ॥ 争অতঃপর রাধিকার পূজা করবে। “রাং” এই মন্ত্রে প্রাণায়াম এবং করষ্কাস অঙ্গন্যাস করিয়া ধ্যান করিবে। যথা- ।