পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డిసెఅ পুরোহিত-দপণ | ২য় খঞ্জ ওঁ স্মেরাং গোরোচনাভাং স্ফুরদরুণ পট-প্রাস্তগুপ্তাবগুণ্ঠং রম্যাং বেশেন বেশীকৃতচিকুরচুড়ালম্বিপদ্মাং কিশোরীম্‌ । তর্জন্যজুষ্ঠযুক্তাং হরিমুখকমলে যুঞ্জতীং নাগবল্লীং পুর্ণাং কর্ণায়তাক্ষীং ত্ৰিজগতি মধুরাং রাধিকাং ভাবয়ামি। ধ্যান পাঠানত্তর মানসোপচারে পুঙ্গাপূৰ্ব্বক বিশেষার্ঘ্য স্থাপনাদি করিয়া ষোড়শোপচারে রাধিকার পূজা করিলে। পূজান্তে স্তব পাঠ করিবে । রাধিক স্তব । eBBBBBBBB BB BBBBBBB S BBBBBBBBBBBB BBBS নিশম্ ॥ ত্বং দেবি জগতাং মাতৰ্ব্বিষ্ণুমায়া সনাতনী। কৃষ্ণপ্রাণাধিকে দেবি বিষ্ণুপ্রাণাধিকে শুভে ৷ কৃষ্ণপ্রেমময়ী শক্তিঃ কৃষ্ণসৌভাগ্যরূপিণী। কৃষ্ণভক্তিপ্রদে রাখে নমস্তে মঙ্গলপ্রদে ॥ অদ্য মে সফলং জন্ম সার্থকং জীবনং মম | পূজিতাসি ময় যা চ সা চ কৃষ্ণেন পূজিতা । তপ্তকাঞ্চনগৌরাঙ্গীং রাধাং বৃন্দাবনেশ্বরীম্‌ । বৃষভানুমুতাং দেবীং তাং নমামি হরিপ্রিয়াম্ ॥ অনন্তর চন্দ্রাবলী, রতিমঞ্জরী, শু্যামলা, শশিকল, চিত্রা, সুমুখী, ললিতা, বিশাখা, মদনসুন্দরী, অঙ্গদেবী, স্বদেবী, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, শশিরেখা, হরিপ্রিয়া, পদ্মা, সব্যা, ভদ্রা ইহাদিগের যথাশক্তি উপচারে পুঙ্গাপূৰ্ব্বক “কোটিযোগিনীভ্যো নমঃ" বলিয়া পূজা করিবে । অনন্তর আরাত্রিক করিবে । আরাত্রিক করিবার বিধান—জাগে পাদপদ্মে চারিবার, নাভিদেশে দুইবার, মুখমণ্ডলে তিনবার, সৰ্ব্বগাত্রে সপ্তবার—এইরূপে দীপাদি প্রদর্শন করাইবে । পূজা- সমাপ্ত করিয়া পৌরাণিক বিধানে হোম করিবে । এই হোমে রক্তকরবীর পুষ্পের সমিধই সুপ্রশস্ত । 鳥 হোমের সঙ্কল্প মন্ত্র যথা-ওঁ তৎসদদ্য অমুকে মাসি অমুকে পক্ষে অমুকতিথে, অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্ম্ম শ্ৰীভগবদূরাধাকৃষ্ণস্য রাসোৎসবকৰ্ম্মণি শ্ৰীমদূরাধাকৃষ্ণপ্রতিকামঃ ওঁ ক্লীং স্বাহেতি মন্ত্রকরণকমেকৈকশঃ অষ্টাবিংশতিসংখ্যক-সাজ্যকরবীরসমিস্তির্হোমমহং কৱিষ্যে । . . . .