পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는 한 1 পৌর্ণমালী। >富破 হোম করিয়া উদীচ্যকর্মের শেষে পুস্থিতি দিয়া বহুৰ্বেদীয় কুমাগু বিধান- میٹھے মন্ত্রে ঘৃত দ্বারা হোম করিবে, মন্ত্র যথা— ওঁ কুষ্মাণ্ডাহুতিরাতয়ে রেতা মাং সমৃদ্ধায় । অগ্নিমার্চ তস্মাদেনসে বিশ্বান মুঞ্চস্থংহসঃ স্বাহা ॥ ১ ॥ ওঁ যদেব দেবহেলনং দেবাসশচক্কম বয়ম্ বায়ুমণ তস্মাদেনসো বিশ্বান মুঞ্চতৃংহসঃ স্বাহা ॥ ২ ॥ ওঁ যদি দিব৷ যদি নক্তমেনাংসি চকম বয়ম্। সূর্য্যো মা তস্মাদেনসে বিশ্বানু মুঞ্চস্থংহলঃ স্বাহা ॥৩ ॥ ওঁ যে দেবী দেব ঈহতে তস্মাৎ ত্বং দেরঃ এষঃ বৃহস্পতিত্ত্বাং তস্মাদেনসো বিশ্বান মুঞ্চতৃংহসঃ স্বাহা ॥ ৪ ॥ অনন্তর হোম সমাপনান্তে দোলমণ্ডপের পূর্বদিকে শুদ্ধ ভূমির উপর ভেড়ার ঘবের নিকট গমন করিয়া, নারায়ণকে স্থাপন করিবে এবং যথাশক্ত পেচাবে উগের পূজা করত ঐ ঘরের মধ্যে জীবন্ত কিৰ পিষ্টকময় অথবা ক্ষীরময় একটা মেষ স্থাপন পূর্বক জলদ্বাবা সেই ঘর প্রোক্ষণ করিয়া , এই মন্ত্র পাঠপূৰ্ব্বক অগ্নি দিলে,— ওঁ বিষ্ণুরুদ্রসমুদ্ভুত মহাশন হুতাশন । মেষমন্দিরদাহেহত্র সমুদ্ভূতশিখে ভব। প্রদক্ষিণেন ধাবস্তং কৌতুকাং সহ বিষ্ণুনা । প্রদক্ষিণং দক্ষিণাগ্নে কুরু কৃষ্ণ বিশেষতঃ ॥ অতঃপর নারায়ণকে নৃত্যগীতাদি সহকারে সিংহাসনারোহণ করাইয়া স্কন্ধে লইয়া, সেই গৃহ সপ্তবার প্রদক্ষিণ করাইবে । এই সময়ে খ্রীহরিকে দর্শন করিলে, সৰ্ব্ববিপদূবিমুক্ত ও অন্তে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। পরে ভগবান গোবিন্দকে দোলমঞ্চে আনিয়া দোলাইবার উপযুক্ত রকমে পুষ্প-মাল্যাদি দ্বারা শয্যা রচনা করতঃ তদুপরি নারায়ণকে শয়ন করাইয়া গীতবাদ্যদ্বারা সে নিশা যাপন করিবে । " দেব-দোল । , অরুণোদয়ের পূৰ্ব্বে শৌচাদি ক্রিয়া ও স্নানাদি সমাপনপূর্বক প্রাতঃ সন্ধ্যা করিবে। অনন্তর দেবতাকে ঘৃত ও সুগন্ধি শীতল জলে স্বান করাইয়া বেশ-ভূষা করিয়া দিবে। তদনন্তর মণ্ডপের চতুষ্পার্শ্ব ভূমি, মধ্যস্থান ও