পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় খণ্ড । প্রতিপৎ । ২১৩ যে প্রতিপদ ত্রিসন্ধ্যাব্যাপিলী, সেই প্রতিপদই গ্রাহা ; ইহাতে যুগ্মাদর অর্থাৎ দুই তিথির পুঙ্গ্যত্ব নাই, কেবল ত্রিসন্ধ্যাব্যাপিনী ষে তিথি সেই তিথিই পূজ্য । ইহা সৰ্ব্বত্রই জানিতে হইবে, কেবল হরিবাসরে তাহার প্রকার ভেদ, কৃষ্ণা প্রতিপদ দ্বিত্বীয়াযুক্ত ও শুক্ল প্রতিপদ অমাবস্তাযুক্ত আদরণীয়, কিন্তু উপবাসস্থলে এরূপ ব্যবস্থা নহে,~~অর্থাৎ প্রতিপদিবসে উপবাস করিতে হইলে কৃষ্ণদ্বিতীয়াযুক্ত প্রতিপদে উপবাস করিবে । দ্যুত-প্রতিপৎ । কাৰ্ত্তিক শুক্লপক্ষমধিকৃত্য বলিং প্রতি ভগবদ্বাক্যম্-—“বীরপ্রতিপদী নাম তব ভাবী মহোৎসবঃ অত্র ত্বাং নর-শাৰ্দ্দল হৃষ্টা: পুষ্টা: স্বলক্ষ্মতাঃ। পুষ্পদীপপ্রদানেন পূজয়িস্কৃত্তি মানবtঃ ॥" কাৰ্ত্তিকমাসের শুক্লপক্ষীয় প্রতিপদিবসে বলিরাজের পূজা করিতে হয়। উক্ত দিবসে বলিরাজের পূজা করিলে, মনুষ্য হৃষ্ট-পুষ্ট ও বহুবিত্তশালী হয়। আর এইরূপ পূজা করিয়া রাত্রি জাগরণ করবে। এই প্রতিপদকে দ্যুতপ্রতিপদ কহে, ইহার প্রমাণ তিথিতত্বে আছে। পূজাবিধি –প্রথমে প্রাতঃস্নান করিয়া, সন্ধ্যাদি নিত্যক্রিয়া সমাপনস্তে আচমন করিবে, তৎপরে স্বশাখোক্ত স্বস্তিবাচন ও সঙ্কল্প করিবে, যথা--- তাম্রাদিপাত্রে তিল, তুলসী, কুশ, হস্তদ্বয়ে ধারণ করিয়া উত্তর মুখ হইয়া পাঠ করিবে,-“ওঁ বিষ্ণুরোম্ তৎসদদ্ধ কাৰ্ত্তিকে মাসি শুক্লে পক্ষে প্রতিপদি তিধে। অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্ম্ম হৃষ্টপুষ্টপ্রচুরধনপ্রাপ্তিকামো গণপত্যাদিনানাদেবতাপুঙ্গাপুৰ্ব্বক-বলিরাজপূজনমহং করিম্ভে । ঈশানকোণে জলত্যাগ করিয়া, তাম্রপাত্র কৰ্ত্তার বামদিকে * অধোমুখে BBBB BBBS BB BBBB BBB BBBB SBBB BBS BB যজুৰ্ব্বেী ‘ষজ্জাও ত’ ঋগ্বেদ হইলে ‘যা গুজুর্য এই মন্ত্র পাঠ করিবে। তাহার পর সামান্তীৰ্ঘ্য, আসনগুদ্ধি, ভূতগুদ্ধ্যাদি করিয়া, গণেশ, শিবাদিপঞ্চদেবতা, আদিত্যাদি-নবগ্রা, ইন্দ্রাদি-দশদিকপাল, এই সকল দেবতাকে পাদ্যাদি নৈবেদ্যান্ত দ্রব্যদ্বারা পূজা করিয়া, পরে বলিরাজকে ঘোড়শোপচারে পূজা করিবে । * • ' ' , v. 's כא כי