পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় খণ্ড । দ্বিতীয় । ২১৫ আসনের দশদিকে ছড়াইয়া উৰ্দ্ধে তালত্রয় দিয়া, তুড়ি দিয়া দশদিক বন্ধন করিতে হইবে। তাহার পর আসনে উপবেশন করিয়া, কৃতাঞ্জলিপূৰ্ব্বক বামে—ওঁ গুরুভ্যে নমঃ, ওঁ পরমগুরুভ্যো নমঃ, ওঁ পরাপরগুরুভ্যে নমঃ, ওঁ পরমেষ্ঠিগুরুভ্যো নমঃ । দক্ষিণে—ওঁ গণপতয়ে নমঃ । মধ্যে—ওঁ অমুকদেবতায়ৈ নমঃ বলিয়া প্রণাম করিবে। ( ) তাহার পর সীমান্তীৰ্ঘ্যাদি স্থাপন করিয়া, গণেশ, শিবাদিপঞ্চদেবতা, আদিত্যাদি-নবগ্রহ, ইন্দ্রাদি দশদিকৃপাল প্রভৃতি দেবতাগণের পূজা করিয়া অঙ্গন্যাস করিবে ; যথা— বাং হৃদয়ায় নমঃ । বীং শিরসে স্বাহা । বুং শিখায়ৈ বষটু। বৈং কবচায় হ্রং। পৌং নেত্রাভ্যাং পৌষট, । বঃ করতলপৃষ্ঠাভ্যাং অস্ত্রায় ফটু । পরে করন্যাস করিলে ; যথা বাং অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ । বীং তর্জনীভ্যাং স্বাহা । বৃং মধ্যমাভ্যাং বষট, । বৈং অনামিকাভ্যাং হুং । বেং কনিষ্ঠাভ্যাং রেীষট । বঃ করতলপৃষ্ঠাভ্যাং অস্ত্রায় ফট । অতঃপর বামহস্তমধ্যে একটী পুষ্প রাপিয়া, বামহস্তোপরি দক্ষিণহস্ত আচ্ছাদন করিয়া ধ্যান করিবে । অথ জগন্নাথের ধfrন —ওঁ পীনাঙ্গং দ্বিভূজং কৃষ্ণং পদ্মপত্ত্বায়-তেক্ষণমৃ ৷ মহোরসং মহাবাহুং পীতবস্ত্রং শুভাননম্। শঙ্খ-চক্রগদাপাশিং মুকুটাঙ্গদভূষণম্। সৰ্ব্বলক্ষণসংযুক্তং বনমালাবিভূষিতম্ ॥ দেবদানবগন্ধৰ্ব্বযক্ষ-বিদ্যাধরোরগৈঃ । সেব্যমানং সদা দারুং কোটিসূৰ্য্যসমপ্ৰভম্। ধ্যায়েন্নারায়ণং দেবং চতুৰ্ব্বৰ্গফলপ্রদম্ ॥ এই ধ্যান পাঠ করিয়া, বামহস্তের পুষ্পটি মস্তকে রাখিয়া, মনে মনে যথাসম্ভব, উপচারদ্বারা উক্ত দেবকে পূজা করবে। অনস্তর বিশেষার্থ্য স্থাপন করিবে । তাহার ক্রম যথা—স্ববামে একটী ত্রিকোণ মণ্ডল লিখিয়া, তাহার উপরি ত্রিপদিক রাখিবে। তৎপরে শত্থাদি পত্রি বামহস্তে ধারণ করিয়া *ফট” এই মন্ত্র পাঠ করিয়া, গৃহীত দক্ষিণ হস্ত জলদ্বারা, তৎশস্থাদি পাত্র প্রক্ষালন করিয়া তদুপরি ত্রিপদিক রাখিবে । তৎপরে “নমঃ" এই মন্ত্র পাঠ করিয়া ত্রিভাগ জলদ্বারা তৎপাত্র পুরণ করবে। তৎপরে,