পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯৬ পুরোহিত-দর্পণ । ২য় খণ্ড । ওঁ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরি সরস্বতি । , নৰ্ম্মদে সিন্ধু কাবেরি জলেহস্মিন্‌ সন্নিধিং কুরু ॥ এই মন্ত্র পাঠ করিয়া তজলে তীর্থ সকলকে আবাহন করতঃ "বাং” এই মন্ত্র পাঠ করিয়া, দুৰ্ব্বা, ভঙুল, গন্ধ, তুলসী সেই শঙ্গাগিাত্রে রাখিয়া ধেন্থমুদ্রা, অস্ত্রমুদ্রা ও মৎস্তমুদ্রা দ্বারা আচ্ছাদন করিয়া “বাং” এই মন্ত্র দশবার তদুপরি জপ করিবে। তৎপরে সেই অৰ্ঘ্যপাত্রের কিঞ্চিৎ জল পূজার কোশার জলে লইয়া ঐ জল আপনার মস্তকে এবং পূজার যে সমস্ত দ্রব্য তাহাতে ছড়াইয়া দিবে। তৎপরে পীঠ পূজা করিবে । পুনৰ্ব্বার ধ্যান করতঃ ষোড়শোপচারে দেবতাকে পূজা করিবে । সকল পূজারই এই নিয়ম, কেবল দেবদেবীর মূলমন্ত্র প্রভেদ আছে । তাহা যথাক্রমে লিখিত হইবে । অথ বলভদ্র ধ্যান –ওঁ বলঞ্চ শুভ্রবর্ণাভং শরদিন্দুসমপ্রভমৃ । কৈলাসশিখরাকারং ফণাবিকটবিস্তরম্ ॥ নীলাস্বরধরঞ্চোগ্রং বলং বলমদোদ্ধতম্। কুণ্ডলৈকধরং দিব্যং মহামুষলধারিণম | মহাবলং হলধরং রোঁহিণেয়ং বলং প্রভুম 鯉 স্বভদ্রা-ধ্যান –ওঁ সুভদ্রাং স্বর্ণপদ্মভাং পদ্মপত্রায়তেক্ষণামৃ । চিত্ৰ-বস্ত্রসমাচ্ছন্নাং হারকেয়ূরশোভিতাম্। বিচিত্রাভরণোপেতাং মুক্তাহারবিলম্বিতাম্। পীনোন্নতকুচাং রম্যাং সাধ্বীং প্রকৃতি রূপিকাম্। ভুক্তিমুক্তিপ্রদাত্রাঞ্চ ধ্যায়েত্তামস্বিকং পরাম্ ॥ জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা সকলেরই ষোড়শোপচার দ্বারা পুজা করিতে হইবে। পরে সারথিকে পূজা করিবে । অতঃপর হোম করিবে। তৎপরে স্তুতি পাঠ করিয়া প্রণাম করিবে। — ওঁ দেব-দেব জগন্নাথ সংসারার্ণবতারক। ভক্তানুগ্রাহক । সদা রক্ষ মাং পাপতো নরম্ ॥ ১ ॥ জয় কৃষ্ণ জগন্নাথ জয়সৰ্ব্বাঘনাশন । জয়শেষজগদ্বন্দ্যপাদান্তোজ নমোহস্তু তে ॥ ২ ॥ জয় ব্ৰহ্মাণ্ড-কোটশ বেদ-নিশ্বাস ধারক। অশেষজগদাধার পরমেশ নমোহস্তু তে ॥ ৩ ॥ জয় ব্রহ্মেগুরুদ্রাদি দেবোঁঘপ্রণতান্তিনুত ।