পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

零 &९९ . পুরোহিত-দর্পণ । ২য় খণ্ড । রস্তাতৃতীয়া ভিন্ন অন্ত সমস্ত দেবকাৰ্য্য চতুর্থাযুক্ত তৃতীয়াতে করিবে। রস্তাতৃতীয়া দ্বিতীয়াযুক্ত তৃতীয়াতে করিবে । বৈশাখে মাসি রাজেন্দ্র শুক্লপক্ষে তৃতীয়িকা। অক্ষয়া সা তিথি; প্রোক্তা রুভিকারোহিণীযুত ॥ তস্তাং দানাদিকং পুণ্যমক্ষয়ং সমুদাহৃতম । ইতি তবিস্তোত্তরখণ্ডম্। & বৈশাখমাসে শুক্লপক্ষীয় কৃত্তিক ও রোহিণীযুক্ত ষে তৃতীয়া, তাহার নাম অক্ষয়তৃতীয়া । সেই দিনে স্নান ও দানাদি করিলে তাহার ফল অক্ষয়, আর ঐ দিনে জলদানে মহাপুণ্য এবং ঐদিনে ভগবান বিষ্ণুকে চন্দন-চর্চিত করিবে ও র্তাহাকে চন্দনাক্ত দর্শন করিলে বিষ্ণুলোকে বাস হয়। তাহার প্রমাণ— যঃ পশুতি তৃতীয়ায়াং কৃষ্ণং চন্দনভূষিতম্। বৈশাখস্ত সিতে পক্ষে স যাতচু্যতমন্দিরম ৷ ইতি স্কান্দে । গন্ধযাত্র-প্রয়োগ । বৈশাখী শুক্লপক্ষীয় তৃতীয়ায় প্রতু্যমে উঠিয়া স্বালাদি করতঃ নিত্যক্রিয়াসমাপনপূর্বক আচমন করিবে । অনন্তর স্বস্তিবাচনাদি করিয়া সঙ্কল্প করিবে, বিষ্ণুরোমৃ তৎসদদ্য বৈশাখে মাসি শুক্লে পক্ষে তৃতীয়ায়স্তিথোঁ অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্ম্ম সৰ্ব্বপাপক্ষয়-পূৰ্ব্বক চতুৰ্ব্বৰ্গফলপ্রাপ্তিকামঃ শ্ৰীকৃষ্ণপূজাপূৰ্ব্বকচন্দনাদিগন্ধযাত্রামহং করিষ্যে । অনন্তর সঙ্কল্প স্বত্ত্বাদি পাঠ করিয়া গণেশ, শিবাদিপঞ্চদেবতা, আদিত্যাদিনবগ্রহ, ইজাদিদশদিকৃপাল প্রভৃতি দেবতাগণের পূজা করিয়া নিম্নলিখিত মন্ত্রে অঙ্গন্তাস করিবে । অঙ্গন্যাস ঘথ! — ওঁ আচক্রায় স্বাহ হৃদয়ায় নমঃ । ওঁ বিচক্রায় স্বাহী শিরসে স্বাহ ৷ ওঁ সুচক্রায় স্বাহা শিখায়ৈ বষটু । ওঁ ত্ৰৈলোক্যরক্ষণচক্রায় স্বাহ কবচায় হূং। ওঁ অসুরান্তকচক্রায় স্বাহ নেত্রাভ্যাং বৌষট্র। ওঁ বামনায় স্বাহ করতলপৃষ্ঠাভ্যামন্ত্রায় ফট। -- * †