পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는 ● ' পুরোহিত-দর্পণ। २झ १७ ।। অনস্তর যথাবিধানে গণেশাদি দেবতাগণকে পূজা করিয়া, ধ্যান করতঃ বালুকানিৰ্ম্মিত মূৰ্ত্তিতে ভবানী-শঙ্করের পূজা করিবে । আবাহন-মন্ত্ৰ—এহেহি ভগবন দেব পাৰ্ব্বত্যা সহিত প্রভো। বালুকাবিহিতে স্থিত্বা পূজাং গৃহ্ন প্রসাদ মে। শিবায়ৈ সৰ্ব্বমঙ্গল্যৈ শিবরূপে নমো নমূ: শিবে সৰ্ব্বপ্রদে দেবি শিবরূপে নমোহন্তু তে। শিবরূপে নমস্তুভ্যং শিবায়ৈ সততং নমঃ । নমস্তে ব্রহ্মরূপিণ্যৈ জগদ্ধাত্র্যৈ নমোনমঃ । সংসারভীতিবিচ্ছেদাভ্ৰাহি মাং সিংহবাহিনি। যস্মিন গেহে ময়া দেবি অৰ্চ্চিতাসি মহেশ্বরি । রাজ্যসৌভাগ্যদা তত্র প্রসন্ন৷ ভব পাৰ্ব্বতি ॥ অনন্তর তাষ্টশক্তির পূজা করিবে । অষ্টশক্তি যথা— প্রভা মায়া জয়া স্থঙ্কা বিশুদ্ধা নন্দিনী তথা । সুপ্রভা বিজয়া চৈব শক্তয়োহষ্টে প্রকীৰ্ত্তিতাঃ ॥ প্রভা, মায়া, জয়া, স্থম্মা, বিশুদ্ধা, নন্দিনী, সুপ্রভা এবং বিজয়া এই” অষ্টশক্তি । অনন্তর বংশ-পাত্র-পূর্ণ পঙ্কান্নাদি উৎসর্গ করিয়া, পুষ্পাঞ্জলিত্রয় প্রদানপূৰ্ব্বক কথা শ্রবণানন্তর দক্ষিণাস্ত করিবে । ব্ৰতকথা—কৈলাসশিখরে রম্যে গৌরী পৃচ্ছতি শঙ্করম। গুহা গুহতরং গুহ্যং কথয়স্ক মহেশ্বর ৷ সৰ্ব্বেষাং সারধৰ্ম্মঞ্চ স্বল্পায়াসং মহৎফলম্ । প্রদয়ে যদি মে নাথ তদা ক্ৰহি মমাগ্রতঃ । কেন বা ত্বং ময় প্রাপ্তস্তপোদানব্রতেন ‘বা । অনাদিনিধনে দেব ভর্তৃত্বেন জগৎপ্ৰভুঃ ঈশ্বর উবাচ। শৃণু দেবি প্রবক্ষ্যামি তবাগ্রে ব্ৰতমুত্তমম্। গুহঞ্চ মম সৰ্ব্বস্বং কথয়ামি তব প্রিয়ে ৷ তথা উড় পতিশ্চন্দ্র উগ্রাণাং ভাঙ্গুরুত্তমঃ । বর্ণনাঞ্চ যথা বিপ্রো দেবানাং বিষ্ণুরুত্বমঃ । নীনাঞ্চ যথা গঙ্গা পুরাণনাঞ্চ ভারতম্ । বেদানাঞ্চ যথা সাম ইন্দ্রিয়াণাং মনে যথা । পুরাণং বেদসৰ্ব্বশ্বমাগমেন যথোদিতম্। একাগ্রেপ শৃণুম্বেদং যথা দৃষ্টং ব্ৰতং শুভম্। যস্য পুণ্যপ্রতাবেণ ত্বং মাং প্রাপ্তবতী প্রিয়ে । তৎসৰ্ব্বং কথয়িয়ামি যথা দৃষ্টং পুরা ব্রতম। ভাত্রে মাসি সিতে পক্ষে তৃতীয়া হস্তসংযুক্ত। তস্যানুষ্ঠানমাত্রেণ সৰ্ব্বপাপাৎ প্রমুচ্যতে ॥ শৃণু দেবি স্বয়া পূৰ্ব্বং